রেকর্ড ২ মিলিয়ন ডলার জ্যাকপট বিজেতার নাম ঘোষণা
ছবি: এলএবাংলাটাইমস
রেকর্ড ব্রেকিং ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার জ্যাকপট বিজেতার নাম মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রকাশ করেছে ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ।
রেকর্ড ব্রেকিং এই লটারি টিকিটটি বিক্রি হয়েছিল আলতাদেনা সার্ভিস স্টেশনে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, বিজেতার নাম এডউইন ক্যাস্ট্রো। তার নাম বা পেশা প্রকাশ করা হয়নি। ক্যালিফোর্নিয়া লটারি ডিরেক্টর আলভা জনসন জানান, ক্যাস্ট্রো জনসম্মুখে আসার ব্যাপারে এতো আগ্রহী নয়।
জনসন জানান, তিনি বুঝতে পেরেছেন যে তিনি পাবলিক রেকর্ড এর অংশ। তবে তিনি সম্মানের সাথে জনসম্মুখে আসতে অস্বীকৃতি জানান। আমরা বিষয়টি বুঝতে পেরেছি।
গত বছরের নভেম্বর মাসে ড্র হওয়া একটি টিকিটেরই মাত্র ছয়টি নাম্বার মিলেছে। টিকিট বিক্রি করা হয়েছিল আলতাদেনার জোস সার্ভিস সেন্টারে। বিজয়ী টিকিট বিক্রির জন্য প্রতিষ্ঠানের মালিক জো শাহেদ ১ মিলিয়ন ডলার পুরষ্কার জিতেছেন।
টানা ৪১ বার ড্র এর পরেও কোনো বিজেতা না পেয়ে অর্থের পরিমাণ রেকর্ড পরিমাণ হয় এবং গত বছরের নভেম্বর মাসে এই অর্থ জিতে নেয় একটি লটারি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন