লস এঞ্জেলেসে রেস্টুরেন্টে বন্দুক হামলা, আহত ২ নারী
ছবি: এলএবাংলাটাইমস
সাউথ লস এঞ্জেলেসে বুধবার (১৫ জানুয়ারি) একটি রেস্টুরেন্টে বন্দুক হামলায় দুই নারী আহত হয়েছেন।
এলএপিডি অফিসার টনি ইম জানান, ভেরমোন্ট স্কয়ারের ওয়েস্টার্ন অ্যাভিনিউ এর ৪০০ ব্লকের কাছে বিকাল ৪টায় এই হামলাটি হয়।
এই হামলায় ৫০ বছর বয়সী এক নারী ও ৪০ বছর বয়সী আরেক নারী আহত হয়েছেন। পুলিশ জানায়, হামলাকারী একটি সাদা জিপে করে পালিয়ে গেছে।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বেশ কিছু পুলিশের গাড়ি লুইজিয়ানা ফ্রাইড চিকেন রেস্টুরেন্টের পার্কিং- এ রাখা আছে। এর বেশি বিস্তারিত প্রকাশ করেনি পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন