গাড়ি নিয়ে পালানোর সময় অন্য গাড়ির সাথে সংঘর্ষ, মৃত ১
ছবি: এলএবাংলাটাইমস
নর্থব্রিজে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি নিয়ে পালানোর সময় অন্য গাড়ির সাথে সংঘর্ষে নিরীহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের অভিযোগে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী ব্যক্তিকে আটক করা হয়েছে।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট লেটিশিয়া রুইজ জানান, একটি ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গাড়িটিকে ধাওয়া করে।
রুইজ জানান, এসইউভি গাড়িটি ধাওয়া খেয়ে রোসক বুলেভার্দ অ্যান্ড লিন্ডলে অ্যাভিনিউ এর কাছে একটি সেডান গাড়িকে ধাক্কা দেয়। এতে সেডান গাড়ির নিরীহ চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সংঘর্ষের পর অভিযুক্ত এসইউভির চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ এখনও আটক ব্যক্তির নাম-ঠিকানা প্রকাশ করেনি। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন