তুরস্কে ভূমিকম্প বিপর্যস্তদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস এঞ্জেলেসের ৭ হাজার ডলার অনুদান
ছবি: এলএবাংলাটাইমস
তুরস্কের ভূমিকম্পে বিপর্যস্ত মানুষের সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস এঞ্জেলেস (বালা) ৭ হাজার ডলার অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে। এছাড়া আর্তমানবতার সেবায় শীতবস্ত্রসহ অন্যান্য জরুরি পণ্য অনুদান হিসেবে পাঠানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বালা’র প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু ও সমাজকর্মী মাকসুদা ইয়াসামিন হতাহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এরপরই তুরস্ক প্রজাতন্ত্রের কনস্যুলেট জেনারেল অফিসের ভাইস কনস্যাল নুরায়া সাহিনের হাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস এঞ্জেলেস (বালা ) প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, যুগ্ন সহ সভাপতি শেখ সুলতান শাহরিয়ার (বাবু) সাংগঠনিক সম্পাদক আহতাসমুল হক শ্যামল ৭ হাজার ডলার অনুদান তুলে দেন।
বালা’র অন্যতম সদস্য Convenient Market, Long Beach, CA এর স্বত্বাধিকারী শেখ সুলতান শাহরিয়ার (বাবু), সাংস্কৃতিক সম্পাদক শহীদ আহম্মেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক আহতাসমুল হক শ্যামল, সাধারন সম্পাদক আদনান খান, দপ্তর সম্পাদক মো. আবুবক্কর সিদ্দিক এবং নির্বাচন কমিশনার ডা. মোহাম্মদ সিরাজউল্লাহ উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন