লস এঞ্জেলেসে খ্রিস্টান ধর্মযাজককে গুলি করে হত্যা
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসে খ্রিস্টান এক ধর্মযাজককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে হেসিয়েন্ডা হাইটস-এ এই হত্যাকাণ্ডটি ঘটে।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, জানলু অ্যাভিনিউ এর ১৫০০ ব্লকের একটি বাড়িতে রাত ১টার দিকে বিশপ ডেভিড ও'কনেলকে গুলি করে হত্যা করা হয়।
তদন্তকারী দল জানিয়েছে, লস এঞ্জেলেসে ৪৫ বছর ধর্মযাজক হিসেবে কাজ করেছেন তিনি। তাকে শরীরের উপরিভাগে একটি কক্ষে গুলিতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিক কোনো তথ্যও হত্যাকারী সম্পর্কে জানা যায়নি।
ও'কনেল ১৯৫৩ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে পোপ ফ্রান্সিস তাঁকে লস এঞ্জেলেসের ধর্মযাজক হিসেবে নিয়োগ করা হয়।
তিনি দ্য ইন্টারডিওসেসান সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইমিগ্রেশন টাস্ক ফোর্সের চেয়ারম্যান ছিলেন। সেন্ট্রাল আমেরিকার ইমিগ্রেন্ট শিশু ও পরিবারকে চার্চের তরফ থেকে সাহায্য করে সংস্থাটি।
কারো কাছে এই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য থাকলে 323-890-5500 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন