এনাহেইমে গাড়ির উপর গাছ পরে নারীর মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
এনাহেইমে রবিবার (১৯ জানুয়ারি) রাতে একটি এসইউভি গাড়ির উপর বড় একটি গাছ পরে এক নারীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত নারীর নাম-ঠিকানা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর গাড়ি নর্থ হারবর বুলেভার্দের পিয়ার্সন পার্ক এর পশ্চিম পাশে দাঁড় করানো ছিল।
বিকাল ৩টার দিকে গাছটি মেরুন রঙ এর এসইউভি ফোর্ডের উপর আছড়ে পরে। এই সময় ওই নারী গাড়ির ভিতরেই ছিল।
এনাহেইম পিডি সার্জেন্ট জন ম্যাকলিনটক জানান, উদ্ধার দল এবং পুলিশ এসে নারীকে গাড়ির পিছনের আসন থেকে উদ্ধার করে।
পুলিশ জানায়, এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গাড়ির ভেতর একমাত্র ওই নারীই ছিল। তিনি পরিবারের সাথে পার্কে এসেছিল। তবে এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
উদ্ধারকর্মীরা গাছটিকে সরানোর চেষ্টা করে যাচ্ছে। ঠিক কী কারণে গাছটি উপড়ে গেছে তা নিয়ে তদন্ত চলছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন