অরেঞ্জ কাউন্টিতে নিখোঁজ বৃদ্ধা, খোঁজ চলছে
ছবি: এলএবাংলাটাইমস
অরেঞ্জ কাউন্টিতে ৭৪ বছর বয়েসী নিখোঁজ এক নারীকে খুঁজে পেতে জনসাধারণের সাহায্য চেয়েছে পুলিশ। সর্বশেষ শনিবার (১৮ জানুয়ারি) ওই বৃদ্ধাকে দেখা যায়।
ব্রিয়া পুলিশ ডিপার্টমেন্ট জানায়, নিখোঁজ বৃদ্ধার নাম শেরি ম্যুরানে। তাঁকে সর্বশেষ কার্বন ক্যানইয়ন অ্যান্ড রুবি এলাকায় হাঁটতে দেখা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বৃদ্ধাকে খুঁজতে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে তল্লাশী চালিয়েছে। এছাড়া কুকুর এবং সার্চ পার্টি নিয়োগ করেও খোঁজা হয়।
তবে ওই নারী সর্বশেষ কি বা কোন রঙ এর কাপড় পরিহিত ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
কারো কাছে নিখোঁজ বৃদ্ধার কোনো খোঁজ থাকলে 911 বা 714-990-7911 নাম্বারে কল করতে বলা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন