লস এঞ্জেলেসে গাড়িতে ট্রেনের ধাক্কা: মৃত ২, আহত ৩
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের সেন্ট্রাল-আলামেদা এলাকায় গাড়িতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে ও আরও তিনজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২০ জানুয়ারি) মেট্রো ব্লু লাইন ট্রেনের ধাক্কায় এই হতাহত হয়।
ঘটনাস্থলে এসে উদ্ধারকর্মীরা গাড়িতে আটকে থাকা পাঁচজন ব্যক্তিকে দেখতে পায়। এর মধ্যে দুইজন গাড়িতে পুরোপুরি আটকে যায়।
লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, দুইজনকে দ্রুততার সাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
কর্তৃপক্ষ জানায়, আহত বাকি তিনজনকে মৃদু থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার পর গাড়ির ধংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে যায়।
ট্রেনে প্রায় ১২৫ জন যাত্রী ছিল এবং তাদের শারীরিক কোনো সমস্যা হয়নি। দুইজন ট্রেন অপারেটরকেও পরীক্ষা করানো হয় ও একজনকে সতর্কতাস্বরূপ চিকিৎসা করানো হয়।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন