আসন্ন বৈরি আবহাওয়া, বিপর্যস্ত হবে গৃহহীনরা
ছবি: এলএবাংলাটাইমস
সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে বৃষ্টিপাত ও তুষারপাত। স্বেচ্ছাসেবক সংস্থাগুলো জানাচ্ছে, আসন্ন বৈরি আবহাওয়ায় লস এঞ্জেলেসসহ বিভিন্ন বড় শহরের গৃহহীনদের শোচনীয় অবস্থায় পরতে হবে।
গৃহহীনদের জন্য ইতোমধ্যে কম্বল এবং জ্যাকেট বিতরণ করা শুরু করেছে বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবক দল। তাঁরা জানান, আশ্রয়কেন্দ্রে সকল গৃহহীন থাকার মতো পর্যাপ্ত স্থান নেই।
ল্যাংকাস্টার ইউনাইটেড মেথোডিস্ট চার্চের স্বেচ্ছাসেবক গ্লেনি উইকবার্ন জানান, আরও অনেক কিছুই করা প্রয়োজন অসহায় গৃহহীনদের জন্য। আমরা সাধ্যমতো কাজ করে যাওয়ার চেষ্টা করছি।
অনেক গৃহহীনই জানিয়েছেন যে অ্যান্টিলোপ ভ্যালির বৈরি আবহাওয়ায় অনেক বন্ধুকেই রাস্তায় মরতে দেখেছেন।
গৃহহীন রবার্ট হাল জানান, প্রতিকূল পরিবেশে টিকে থাকা বেশ কষ্টের হয়ে যায়। আমি এমন অনেককেই চিনি যারা প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে মারা গেছেন।
চলত বছর গ্রেটার লস এঞ্জেলেস হোমলেস কাউন্ট অনুসারে দেখা গেছে, অ্যান্টিলোপ ভ্যালির গৃহহীন কমে ৪ হাজার ৫৯৮ জন হয়েছে। তবে ২০১৯ এর তুলনায় ২০২০ সালে গৃহহীন ৪৪ শতাংশ বেড়ে হয়েছিল ৪ হাজার ৭৫৫ জনে।
গৃহহীনদের অভিযোগ, অ্যান্টিলোপ ভ্যালির আশ্রয়কেন্দ্রে সবার জন্য পর্যাপ্ত পরিমাণ স্থান নেই। আশ্রয়কেন্দ্রগুলোতে অপেক্ষমান তালিকা রয়েছে এবং সেটি বেশ দীর্ঘ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন