লটারিতে ১০ মিলিয়ন ডলার জিতলেন ২ ক্যালিফোর্নিয়াবাসী!
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার দুইজন বাসিন্দা স্ক্র্যাচ কার্ড ঘষে লটারিতে জিতে নিলেন ১০ মিলিয়ন ডলার। এদের মধ্যে একজন সেন্ট্রাল ক্যালিফোর্নিয়া এবং অন্যজন নরদার্ন ক্যালিফোর্নিয়া বাসিন্দা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) লটারি অফিস এই ঘোষণা দিয়েছে।
গোসে সানচেজ নামের স্ট্যানিসলোস কাউন্টির একজন বাসিন্দা ২০২৩ স্ক্র্যাচার কার্ড ঘষে ৫ মিলিয়ন ডলার জিতে নিয়েছেন। এই টিকিটটি বিক্রি হয়েছে ওয়াটারফোর্ডের বেইট বার্ন রিটেইলে।
বেইট বার্নের মালিক অ্যাভটার স্রা এই জয়ী টিকিটটি বিক্রি করে জিতে নিয়েছেন ২৫ হাজার ডলার। তিনি জানান এর পর থেকে তার বিক্রি নাটকীয়ভাবে বেড়ে গেছে।
স্রা জানান তার জীবনে এমন বড় অঙ্কের অর্থ জয়ী টিকিট বিক্রি এবারই প্রথম। তিনি ২৫ হাজার ডলার থেকে কিছু অর্থ ব্যবসায় খরচ করবেন এবং কিছু তার কর্মীদের দিবেন।
তবে ৫ মিলিয়ন ডলার জয়ী সানচেজ এতো পরিমাণ অর্থ জিতে কী করবেন সেই পরিকল্পনা এখনো জানাননি।
এছাড়া এক্সট্রিম ক্যাশ স্ক্র্যাচার্স টিকিট বিক্রি করে ক্যালিফোর্নিয়ার আরেক বাসিন্দা এডোয়ার্ড পিংকুয়াইন জিতে নিয়েছেন ৫ মিলিয়ন ডলার।
পিংকুয়াইন তার জয়ী টিকিটটি কিনেছেন কার্ন কাউন্টির ফাস্ট্রিপ
নামের একটি স্টোর থেকে। তিনিও এই পরিমাণ অর্থ জেতার পর কি করবেন সেটি জানাননি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন