দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত
সান বার্নার্ডিনোর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানালো “বাফলা”
শোক পালনে বাঙ্গালীদের মোমবাতি প্রজ্বলন
সান বার্নার্ডিনো শহরে নিরিহ জনগনের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার
তীব্র প্রতিবাদ জানিয়েছে লস এঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন বাফলা।
বাফলা একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে এই হামলার তীব্র সমালোচনা করা হয় ।
এবং হামলার স্বীকার নিহত নিরীহ জনগনের প্রতি গভির শ্রদ্ধাঞ্জলি জানানো
হয়। সেই সাথে আহত দের আশু আরোগ্য কামনা করা হয়। বাফলা এটিকে সন্ত্রাসী
কার্যক্রম হিসেবে বর্ণনা করে। এতে আরও বলা হয়, ইসলাম নিরীহ জনগনের উপর
কোন হামলা সমর্থন করে না। যারা এগুলো করেন তার প্রকৃত ইসলাম থেকে দূরে
রয়েছে। ইসলাম সব সময় শান্তির ধর্ম । বাফলা সবাই কে বিচ্ছিন্ন আক্রমনমূলক
মন্তব্য না করার আহ্বান জানায়। যাতে সাধারণ মুসলিমদের প্রতি বিদ্বেষ
ছড়িয়ে না পড়ে। সেই সাথে বাফলা আইন শৃঙ্খলা বাহিনীদের আহ্বান জানায়, যেন
তারা মুসলিম অধ্যাসিত এলাকায় তাদের টহল বাড়িয়ে দেয়। মুসলিম কমিউনিটির
সদস্যদের আহ্বান জানানো হয়, যেন তারা কোন ভায়ালেন্স দেখলেই বাফলা সভাপতি
বা ৯১১ এ ফোন করে জানায়। LAPD এর সাথে সহযোগিতা করার কথা বলা হয় বাফলার
বিবৃতিতে।
অন্যদিকে হামলায় নিহতদের স্মরণে ও হামলার প্রতিবাদ জানিয়ে আগামীকাল শুক্রবার
সন্ধায় দেশি রেস্টুরেন্টের সামনে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা
হয়ছে। বাংলাদেশী কমিউনিটি কে মোমবাতি হাতে অংশগ্রহনের আহ্বান জানানো
হয়েছে। তবে কোন রাজনৈতিক লেখা বা সামগ্রী বহন করতে নিষেধ করা হয়েছে।
“এল এ বাংলাটাইমস” সান বার্নার্ডিনো তে সাধারন জনগনের উপর নির্মম এই
হামলার নিন্দা জানাচ্ছে। সেই সাথে নিহতদের আত্মার শান্তি কামনা করছে।
শেয়ার করুন