আপডেট :

        দুবাই থেকে আসা ইমিরেটস কার্গো বিমান হংকংয়ে সাগরে পড়ল, ২ নিহত

        জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ: স্কুল পাঠ্যক্রমে যুক্ত হবে 'জুলাই সনদ'

        নরওয়াকে পালশালার বাইরে গুলি বর্ষণের ঘটনায় দুইজন আহত, বন্দুকধারীকে খুঁজছে পুলিশ

        লস এঞ্জেলসের ‘No Kings’ প্রতিবাদে সমাবেশ ভাঙার নির্দেশ, অন্তত একজন গ্রেপ্তার

        ২০২৬ সালে বাড়ছে মেডিকেয়ার খরচ: ওপেন এনরলমেন্টে যেভাবে সাশ্রয় করা যায়

        প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

        রিভারসাইড কাউন্টির শেরিফ ডেপুটি গাড়ি চুরির অভিযোগে গ্রেপ্তার

        বারব্যাঙ্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১, বন্ধ ৫ ফ্রিওয়ের উত্তরমুখী লেন

        কলম্বিয়ার জলসীমায় মার্কিন হামলা: ‘খুনের অভিযোগ’ তুললেন প্রেসিডেন্ট পেত্রো

        গাজায় হামাসের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগে ইসরায়েলের বিমান হামলা

        যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে লাখো মানুষের অংশগ্রহণ

        ‘রাজা চাই না, গণতন্ত্র চাই’ স্লোগানে তোলপাড় যুক্তরাষ্ট্র

        "সময়ের খেলা: সন্ধ্যা থামে, বছর ছোটে"

        দুর্নীতির ছায়ায় বাংলাদেশ ফুটবল: বিনিয়োগের অভাবে লিগের পতন ও খেলোয়াড়দের হতাশা

        সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত হচ্ছে নভেম্বর থেকে, পর্যটকদের জন্য সুসংবাদ দিলেন উপদেষ্টা

        রিয়াদের প্রত্যাশা: যুক্তরাষ্ট্রের সঙ্গে 'আক্রমণ-সমান' চুক্তি

        জুয়ার বিজ্ঞাপন প্রচারে রোববার থেকে সাইট ব্লক

        নিউইয়র্কে সিলেটিদের প্রতিবাদ: উন্নয়ন বঞ্চনায় ক্ষোভ

        নিউইয়র্কে ডমেস্টিক সহিংসতা রোধে নতুন বিশেষ ইউনিট

        জুলাই সনদ সই শেষ, বাস্তবায়ন পদ্ধতি এখনও অনিশ্চিত

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র বিজয়ের মাসের কর্মসুচিঃ

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র বিজয়ের মাসের কর্মসুচিঃ

শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গত ২৭শে ডিসেম্বর, রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রবাসী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্ণিয়া শাখা আয়োজিত এ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশী শিশু-কিশোররা উৎসাহ-উদ্দীপনায় অংশ নিয়েছে। লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত 'লিটিল বাংলাদেশ'র সুপরিচিত ভেন্যু শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে এদিন অংশগ্রহণকারীরা ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট কম্যূনিটি লিডারগণ, সাধারণ প্রবাসী ও স্হানীয় বিএনপির কর্মী-সমর্থকবৃন্দ উপস্হিত ছিলেন। পূর্ব ঘোষণা অনুযায়ী, বিকাল ৩টার কিছু পরেই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ক্যালিফোর্ণিয়া বিএনপি আয়োজিত বিজয়ের মাসে প্রবাসী শিশুদের নিয়ে ব্যতিক্রমী এ আয়োজনটি কম্যুনিটিতে যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে, তার প্রমাণ গতবারের চেয়ে এবছরের অনুষ্ঠানে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি ছাড়াও বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় 'ক' ও 'খ' দু'টি বিভাগে অংশ নেয় শিশু-কিশোরেরা। অনুর্ধ্ব ৭ বছর বয়সীদের 'ক' বিভাগে জন্য আঁকার বিষয় ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলা। অপরদিকে 'খ' বিভাগে আঁকার বিষয় ছিল গ্রাম-বাংলা/মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোন কিছু। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন কম্যুনিটির বিশিষ্ট শিল্প-সাহিত্যানুরাগী, লেখক-কবি ও সিনিয়র সাংবাদিক মাশহুরুল হুদা। তিনি জানান, প্রায় সকলেই নিজ বিষয়ের উপর খুবই সুন্দর ও দারুন এঁকেছে, তাই বিজয়ী বাছাই করাটা ছিল বেশ চ্যালেঞ্জের কাজ।

প্রতিযোগিতা পর্বের শেষে আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন পাঠ করে ছোট্টমনি ওয়াহিদা রহমান। ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো. আ. বাছিতের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালন করেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র যুগ্ম-সম্পাদক বদরুল এ চৌধুরী শিপলু। আগত অতিথিরা ও বিএনপি'র নেতৃবৃন্দরা আলোচনায় বক্তব্য রাখেন।  আলোচকরা বলেন, শিশু-কিশোরদের নিয়ে বিজয় দিবসের এ আয়োজন সত্যিই ভালো উদ্যোগ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ও সত্যিকারের ইতিহাস তুলে ধরতে হবে। বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা উন্নয়নের নামে অনিয়ম দুর্নীতি ও লুটপাট করছে। রাষ্ট্রীয় তহবিল ফাঁকা করছে। তাদের সাথে জনগণ নেই। জনগণের তীব্র আন্দোলনে অচিরেই এ জুলুমবাজ অবৈধ সরকারের পতন হবে। দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। একসময় বাংলাদেশ কৃষিনির্ভর দেশ হলেও, কৃষকরা এখন অসহায়। উৎপাদন খরচ বাড়ছে কিন্তু ধানের দাম বাড়ছে না। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কৃষকদের উন্নয়নে কাজ করেছিলেন। আর সেই ধারাবাহিকতা রক্ষা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো. আ. বাছিত অবৈধ আওয়ামী সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, জনগণকে এত ভয় কেন। জনগণকে ভয় না পেলে, জনগণের ওপর আস্থা থাকলে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আসন্ন পৌর নির্বাচন যেন ৫ই জানুয়ারি কিংবা সিটি কর্পোরেশনের মতো কলঙ্কিত ও ভোটারবিহীন না হয়।

আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রেখেছেন- প্রধান অতিথি বাফলা'র প্রেসিডেন্ট জনাব মেজর (অব:) এনামুল হামিদ, ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সা. সম্পাদক ডাব্লিউ আমিন, ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম, সহ-সভাপতি মাহতাব আহমেদ, মাহবুবুর রহমান শাহীন, যুগ্ম-সম্পাদক এম ওয়াহিদ রহমান, বদরুল এ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ খান, মোয়াজ্জেম আহমেদ রাসেল, যুব সম্পাদক লায়েক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নাসিরুদ্দিন জেবুল, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিকায়েল খান রাসেল প্রমুখ।

বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট কম্যূনিটি লিডার, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস'র প্রেসিডেন্ট জনাব মেজর (অব:) এনামুল হামিদ। তবে বিজয়ীদের নাম ঘোষণার পূর্বে অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরদের মঞ্চে ডেকে একটি করে মেডেল পরিয়ে দেয়া হয়। প্রতিযোগিতায় 'ক' গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্হান অধিকার করে বিজয়ী হয়েছে যথাক্রমে ইরাকাত তামিম, নাফিম চৌধুরী ও তাহিয়াৎ ইসলাম এবং 'খ' গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্হান অধিকার করেছে যথাক্রমে তাসনিয়া বাছিত, তামান্না হাসিব ও মাদিহা চৌধুরী। পুরস্কার প্রদান পর্বটি সুন্দরভাবে পরিচালনা করেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র অপর যুগ্ম-সম্পাদক এম ওয়াহিদ রহমান। এছাড়াও এলএ বাংলা টাইমসের প্রধান নির্বাহী আবদুস সামাদ'সহ অনুষ্ঠানে আগত সিনিয়র সাংবাদিকদের ও বিশিষ্টজনদের ক্যালিফোর্ণিয়া বিএনপি'র পক্ষ থেকে পদক দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।

পরিশেষে, ক্যালিফোর্ণিয়া বিএনপির সভাপতি মো. আ. বাছিত বলেন, এ অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল করে তুলতে লায়েক আহমেদ, সৈয়দ নাসির জেবুল ও মারুফ খানের তত্ত্বাবধানে একটি তরুন টিম অক্লান্ত পরিশ্রম করেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। শিশুদের নিজ নিজ অভিভাবকসহ প্রতিযোগিতার ঠিকমতো তদারকির পাশাপাশি তাদের বিভিন্ন স্ন্যাক্স ও জুসের মাধ্যমে আপ্যায়ন করা, আলোচনা পর্ব এবং সবশেষে নৈশভোজনের তদারকি সহ বিভিন্ন কাজ তারা দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। তিনি আগত সকলকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত