জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনের মনোনয়ন জমার সময় বর্ধিত
জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার আসন্ন নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করার সময় আগামি ৩ জানুয়ারি ২০১৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গতকাল প্রধান নির্বাচন কমিশনার গোলাম কিবরিয়া, সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ বদরুল আলম ও আবুল হাসনাত রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বে ঘোষিত সময় অনুযায়ী গতকাল রাত ১২ট পর্যন্ত মননোয়ন পত্র দাখিল করার শেষ সময় ছিল। তবে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার শুভাকাঙ্খী হেলাল আহমেদের (হেনু) পুত্র এবাদ আহমেদ সড়ক দুর্ঘটনায় পরলোক গমন করায় ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরে বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এমতাবস্থায় কমিউনিটির স্বার্থে মননোয়ন পত্র দাখিল করার সময় বর্ধিত করা হলো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, আগামী মাসেই জালালাবাদ এ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ নির্বাচন ২০১৬-২০১৭ আগামী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শেয়ার করুন