আপডেট :

        ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন

        ট্রাম্পের অভিষেক কেমন হবে

        মাস্কের স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ, মাঝ আকাশে বিস্ফোরণ

        কক্ষপথে পৌঁছেছে ব্লু অরিজিনের রকেট

        বাতাসের তীব্রতা কমায় দাবানলও কমে আসছে

        যুদ্ধবিরতি চুক্তির পরেও ইসরায়েলের হামলা, ৭৩ ফিলিস্তিনি নিহত

        জাতির উদ্দেশে বিদায়ী ভাষণে কী কী বললেন বাইডেন

        গাজায় যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব নিয়ে ট্রাম্প ও বাইডেনের টানাটানি

        খাদ্য ও ওষুধে রঞ্জক পদার্থ ‘রেড ডাই ৩’ ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

        টিউলিপের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের পোস্ট

        উত্তর কোরিয়া স্টাইলে শুক্রবার চুক্তি

        প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশ, তার ভিত্তিতেই সবকিছু: প্রধান উপদেষ্টা

        ফ্রান্সের উপকূল থেকে ৭৬ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

        টিউলিপকে নিয়ে পার্লামেন্টে প্রশ্নের মুখে স্টারমার

        ট্রাম্পের অভিষেক উপলক্ষে ওয়াশিংটনজুড়ে সর্বোচ্চ সতর্কতা

        ‘আগুনে টর্নেডো’র আশঙ্কা, বড় আকারের নতুন দাবানলের সতর্কবার্তা

        সংবিধান সংস্কারে গঠিত কমিশন

        ট্রাম্প ও পুতিনের দ্রুত বৈঠকের ঘোষণা

        দারুণ একটি ইনিংস খেলেছে লিটনঃ কার্টলি অ্যামব্রোস

        দাবানলে পুড়ছে হলিউড

আমরা কৃতজ্ঞ, আনন্দিত এবং আশান্বিত

আমরা কৃতজ্ঞ, আনন্দিত এবং আশান্বিত

বর্তমান বিশ্বায়নের এই সময়ে সবাই নিজেকে এবং নিজের চিন্তা-চেতনাকে খুব বেশি মেলে ধরতে চায়। তথ্য-প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষতায় তা হয়েও উঠছে নিমিষে। ইন্টারনেটের কল্যাণে এক পলকেই বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে যে কোনো তথ্য। তাই সবাই নিজের মতো করে প্রকাশ করছে যার যার প্রয়োজন-আবেদন। তা মিটিয়েও নিচ্ছে অনায়াসে। এতে মানুষের দৈনন্দিন জীবনও হয়ে উঠছে অনেক বেশি সহজ ও স্বাচ্ছন্দময়। 
এই সুযোগে আমরাও চেষ্টা করি আমাদের নিজেকে, নিজের দেশকে, দেশের মানুষকে, সাহিত্য-সংস্কৃতি এবং ইতিহাস-ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশীরা নিজ নিজ অবস্থান থেকে সেই প্রচেষ্টা চালাচ্ছেন যুগ যুগ থেকে। যাতে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ও মাতৃভাষা বাংলার মর্যাদা বিশ্ব দরবারে আরো বৃদ্ধি পায়। 
অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরাও বিভিন্নভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য বিশেষ করে প্রবাসী কমিউনিটির কল্যাণে ও উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন অনেক আগ থেকে। এরই অংশ হিসেবে গত গত ৯ নভেম্বর রবিবার যুক্তরাষ্ট্রের লস-এঞ্জেলেস থেকে যাত্রা শুরু করে বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘এল এ  বাংলা টাইমস’। ঝমকালো এই অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, লেখক, সাহিত্যিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন। এখানকার কমিউনিটির এক ছোটখাটো মিলন মেলা বলা চলে এই অনুষ্ঠানকে। সেদিনকার উপস্থিতি আমাদের মনে করিয়ে দিয়েছিল আমাদের প্রিয় জন্মভূমির কথা, দেশের মাটি-মানুষ আর প্রকৃতির কথা। অনেকেই স্মৃতি রোমন্তন করেছিলেন দেশের নানা বিষয় নিয়ে। নিজেদের একান্ত কথাগুলো শেয়ার করেছিলেন আপনজন এবং কমিউনিটির নেতৃবৃন্দের সাথে। সেই সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের নানা সমস্যা সম্ভাবনা নিয়েও বিস্তর আলোচনায় হয় অনুষ্ঠানে। বিশেষ করে নিজেদের জাতিসত্ত্বাকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং দৈনন্দিন দেশ-বিদেশের বিভিন্ন খবরা খবর প্রকাশের ব্যাপারে গণমাধ্যমের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। এজন্য অনুষ্ঠানের অতিথিবৃন্দ ‘এল এ বাংলা টাইমস’এর উদ্যোগকে স্বাগত জানান। 
এই সফল ও সুন্দর আয়োজনে আমাদেরকে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞ।  আপনাদের ভালোবাসা সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে। বিশেষ করে লস এঞ্জেলেসে বসবাসকারী প্রবাসীদের মধ্যে যারা উপস্থিত হয়ে নিজেদের মূল্যবান সময় দিয়েছেন সবার প্রতি আমাদের বিনম্রর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এই অনুষ্ঠানের উপস্থিতি আমাদেরকে অনেক বেশি আনন্দিত করেছে। যা অতুলনীয়। আমাদের আগামীর পথচলায় অনেক সাহসও যুগিয়েছে আপনাদের এই স্বত:স্ফুর্ত উপস্থিতি। এর মাধ্যমে আমরা আশান্বিত হয়েছি যে, প্রবাসী কমিউনিটির কল্যাণে যেকোনো কাজে আপনাদের পাশে পাব। বিশেষ করে ‘এলএ বাংলা টাইমস’ এর আগামীর পথচলা অনেক সাবলীল ও সুন্দর হবে। 
এলএ বাংলা টাইমসের উদ্বোধনী অনুষ্ঠানের নিউজ কাভারেজের ক্ষেত্রেও আমরাও সবার আন্তরিক ভালোবাসা পেয়েছি। যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় আমাদের উদ্বোধনের নিউজটি কাভারেজ হয়েছে। তাদের এই বদান্যতা আমাদেরকে আরো অনেক উৎসাহিত করেছে। এজন্য আমরা ঐসব পত্রিকা কর্তৃপক্ষের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। 
‘এলএ বাংলা টাইমস’-এর লক্ষ্য হচ্ছে কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট সকল সংবাদ বস্তুনিষ্ট ও সততার সাথে তুলে ধরা। এজন্য আমরা আমাদের স্লোগানও দিয়েছি “সত্যের সাথে প্রবাসীদের পাশে”। আমরা সবসময় এই অঙ্গিকার বাস্তবায়নে সচেষ্ট থাকবো। এই নিউজ পোর্টালটি কোনো রাজননৈতিক দল, কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠির মুখপত্র হিসেবে আত্মপ্রকাশ করেনি। বরং আমরা সম্পূর্ণ নিজস্ব স্বাতন্ত্র্য নিয়ে যাত্রা শুরু করেছি। তাই সর্বদা সকল ক্ষেত্রে নিরেপেক্ষভাবে কাজ করে যেতে চাই। সবার নিউজ এবং লেখা প্রকাশে আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই কেউ এটিকে নির্দিষ্ট গন্ডির নিউজ পোর্টাল মনে করবেন না। আপনারা মনে করবেন, এলএ বাংলা টাইমস আমাদের সবার। আমরা সবাই মিলে একে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
আমরা আগেই বলেছি, এলএ বাংলা টাইমস একমাত্র কমিউনিটির স্বার্থে কাজ করবে। এজন্য সুপ্রিয় পাঠক ও শভানুধ্যায়ীদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়। যেকোনো বিষয়ে পরামর্শ দেবেন। আমরা মনে করি, আপনাদের অব্যাহত সহযোগিতা এবং ভালোবাসাই আমাদের আগামী দিনের পাথেয়। উদ্বোধনী অনুষ্ঠানেও অনেকেই নানা গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা দিয়েছেন। আমরা অবশ্যই আপনাদের সেই মূল্যবান পরামর্শ ও নিদের্শনাগুলো মেনে চলব। এর মাধ্যমেই যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটির মুখ আরো উজ্জ্বল হবে আশা করি।

আপনারা নিজেদের এবং কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো নিউজ আমাদের এই ই-মেইল এড্রেসে মেইল করবেন news@labanglatimes.com আমাদের কাছে। যেকোনো প্রয়োজনে ফোন করতে পারেন এই নাম্বারে: ৩১০-৬১৯-৩৫৩২।

শেয়ার করুন

পাঠকের মতামত