ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক
ক্যালিফোর্ণিয়া বিএনপি'র বিজয় দিবস উপলক্ষ্য সভা
*ক্যালিফোর্ণিয়া বিএনপি'র 'প্রস্তুতি সভা' ও প্রেস ব্রিফিং*
আসন্ন 'বিজয় দিবস' উপলক্ষ্যে দলের কর্মসূচি'কে সফল করার উদ্দেশ্যে 'প্রস্তুতিসভা' করেছে ক্যালিফোর্ণিয়া বিএনপি। গত সোমবার, ১৭ই নভেম্বর সন্ধ্যায়, লসএঞ্জেলেসের CardamomLA cuisine -এ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন'আয়োজক কমিটি'র আহবায়ক যুবনেতা লায়েক আহমেদ। ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতিমোঃ আঃ বাছিত-সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও এ সময় উপস্হিত ছিলেন।
বিএনপি'র পক্ষ থেকে সংবাদমাধ্যম'কে জানানো হয়, আগামী ২১শে ডিসেম্বর, রবিবার,(১৬ই ডিসেম্বরের পরের weekend-এ) লস এঞ্জেলেসের 'লিটিল বাংলাদেশ' এলাকারশ্যাটো রিক্রিয়েশন সেন্টারে 'বিজয় দিবস' এর কর্মসূচি পালন করবে ক্যালিফোর্ণিয়াবিএনপি।
ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ খান LAbanglaTimesপ্রতিনিধিকে জানান, এ বছর শুধু আলোচনার অনুষ্ঠানের বাইরে ব্যতিক্রমী কিছু,বিশেষ করে প্রবাসি বাংলাদেশী শিশু-কিশোরদের বিজয় দিবস উদযাপনে সম্পৃক্ত করারকথা বিবেচনা করছে দলের হাই-কমান্ড।
সভা শেষে লায়েক আহমেদ সাংবাদিকদের জানান, সিনিয়র নেতারা দিকনির্দেশনা দিচ্ছেন।কর্মসূচি সুনির্দিষ্ট হলে শীঘ্রই ব্যাপক প্রচার কার্যক্রম শুরু করা হবে।ক্যালিফোর্ণিয়া বিএনপি'র পক্ষ থেকে যথারীতি পোষ্টারিং, লিফলেট বিতরণ,প্রবাসিদের সঙ্গে গণসংযোগ, ইমেইল, ফোন এমনকি ক্যালিফোর্ণিয়া বিএনপি'র দলীয়ফেসবুক থেকেও প্রচারণা করা হবে বলে তিনি জানান।
ক্যালিফোর্ণিয়া বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সভায় উপস্হিত ছিলেন সভাপতিমোঃ আঃ বাছিত, সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম, সহ-সভাপতি মাহবুবুর রহমানশাহীন, যুগ্ম সম্পাদক বদরুল চৌধুরী শিপলু, এম ওয়াহিদ রহমান, প্রচার প্রকাশনাসম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, সহ সাংগঠনিক সম্পাদক মারুফ খান, মোয়াজ্জেমআহমেদ রাসেল, কোষাদক্ষ শাহীন হক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিকায়েল খানরাসেল -সহ আরও বেশ কয়েকজন প্রবাসি নেতা ও কর্মী।
News Desk
শেয়ার করুন