২৭ নভেম্বর লস এঞ্জেলেসে ছোটদের গানের আসর
লস এঞ্জেলেস প্রবাসী আমেরিকান-বাংলাদেশী নতুন প্রজন্মকে নিয়ে আগামী ২৭ নভেম্বর, বৃহস্পতিবার লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ছোটদের গানের আসর। বিকেল ৪:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত বাফলা ( 1133 South Vermont Ave, Suite 20, Los Angeles, CA 90006 ) কার্যালয়ে এই আসর অনুষ্ঠিত হবে। সুর ছোঁয়া একাডেমির পরিবেশনায় আসরটি পরিচালনা করবেন সংগীত শিল্পী ওসতাদ রনি চৌধুরী। এতে সকল স্তরের বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির দায়িত্বশীলরা। আসর সম্পর্কে যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ৮১৮-৯৮৭-৩৬৮৮ (রনি চৌধুরী) ও ৩২৩-৬০০৪৫৩২ (শাহ আলম)।
শেয়ার করুন