লস এঞ্জেলেস কাউন্টিতে ২ নারীর মৃতদেহ উদ্ধার
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টি থেকে তল্লাশী চালিয়ে পুলিশ দুই নারীর মৃতদেহ ও এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। রোববার রাতে এই ঘটনাটি ঘটেছে, যা এখনও তদন্তের মুখে রয়েছে।
ডেপুটিদের ৫টা ৩০ মিনিটের কিছু পরে সোলেদাদ ক্যানিয়ন রোডের ২৪০০ ব্লকের এলাকায় ওয়েলফেয়ার চেক করতে পাঠানো হলে এই হতাহতদের উদ্ধার করা হয়।
‘তদন্তের সময় ডেপুটিরা ঘটনাস্থলে দুটি অচেতন হিস্পানিক নারীকে খুঁজে পান," লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানায়।
অজ্ঞাত ওই মহিলাদের মৃতদেহ ঘটনাস্থলেই শনাক্ত করা হয়। মৃত্যুর কারণ তদন্তাধীন এবং লস এঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনার তদন্ত রিপোর্ট প্রকাশ করবে।
এছাড়া, তদন্তের সঙ্গে সম্পর্কিত এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে, শেরিফ বিভাগ জানায়। আটক ব্যক্তির সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
যে কেউ এই বিষয়ে আরও তথ্য জানলে শেরিফের হোমিসাইড ব্যুরোর ৩২৩-৮৯০-৫৫০০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন