আপডেট :

        ঘণ্টার পর ঘণ্টা বিভ্রাটের পর ভেরিজনের নেটওয়ার্ক সেবা স্বাভাবিক

        মিনিয়াপোলিসে আইসিই গুলিকাণ্ড ঘিরে বিচার বিভাগে নজিরবিহীন পদত্যাগ

        ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসনাল মানচিত্র বহাল রাখল ফেডারেল আদালত, ডেমোক্র্যাটদের বড় জয়

        ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি খাতে ২ বিলিয়ন ডলার অনুদান বাতিল

        ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ

        ক্যালিফোর্নিয়ায় দুই বড় হোম ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম বাড়ছে

        ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট

        ভেনেজুয়েলায় আটক কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে: যুক্তরাষ্ট্র

        ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুব শক্ত প্রতিক্রিয়া’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        লস এঞ্জেলেসে সপ্তাহান্তে ICE তল্লাশিতে অন্তত এক ডজন মানুষ গ্রেফতার

        ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির একাধিক সৈকতে সমুদ্রজলে সতর্কতা

        ক্যালিফোর্নিয়ায় কাজের জায়গায় ল্যান্ডস্কেপার দম্পতিকে নির্মমভাবে মারধর, সরঞ্জাম লুট

        অরেঞ্জ কাউন্টিতে হাইস্কুল ফুটবল কোচের প্রাণ বাঁচালেন ছুটিতে থাকা ফায়ারফাইটার

        হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

        ইরান ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হবে—জটিল সিদ্ধান্তের মুখে যুক্তরাষ্ট্র

        আইসিই এজেন্টের তহবিলে ১০ হাজার ডলার দিলেন বিল অ্যাকম্যান

        এলএ শেরিফের ডেপুটিকে দেওয়া কফির কাপে ‘শূকরের ছবি’

        ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ

        ইরানে বিক্ষোভে শতাধিক নিহত, ‘খুব শক্ত’ সামরিক বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

        মিনিয়াপোলিসে আইসিইবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ, বহুজন গ্রেপ্তার

লস এঞ্জেলেসের দাবানল পুনরুদ্ধারে ‘এলএ রাইজেস’ উদ্যোগ ঘোষণা করলেন নিউজম

লস এঞ্জেলেসের দাবানল পুনরুদ্ধারে ‘এলএ রাইজেস’ উদ্যোগ ঘোষণা করলেন নিউজম

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম মঙ্গলবার একটি বেসরকারি খাতভিত্তিক অর্থ সংগ্রহ উদ্যোগ ‘এলএ রাইজেস’ ঘোষণা করেছেন, যা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের পুনর্গঠনে সহায়তা করবে। এই উদ্যোগের প্রাথমিক অর্থায়ন হিসেবে লস এঞ্জেলেস ডজার্সের নেতৃত্ব থেকে ১০০ মিলিয়ন ডলার প্রতিশ্রুত করা হয়েছে।

গভর্নরের কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এই পুনরুদ্ধার কার্যক্রম লস এঞ্জেলেস সিটি, লস এঞ্জেলেস কাউন্টি এবং ক্যালিফোর্নিয়া রাজ্যের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচালিত হবে। উদ্যোগটি পরিচালনার জন্য ডজার্সের চেয়ারম্যান মার্ক ওয়াল্টার, ব্যবসায়ী ও বাস্কেটবল কিংবদন্তি আরভিন "ম্যাজিক" জনসন এবং LA28 চেয়ারম্যান ও প্রেসিডেন্ট কেইসি ওয়াসারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বেসরকারি খাত ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে তহবিল সংগ্রহে সম্পৃক্ত করবেন।

গভর্নর নিউজম বলেছেন, "লস এঞ্জেলেস আবার ঘুরে দাঁড়াবে—আগের চেয়েও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও স্থিতিশীলভাবে। ক্যালিফোর্নিয়া যেভাবে দাবানলের বিরুদ্ধে একজোট হয়ে লড়েছে, সেভাবেই আমরা একসঙ্গে পুনর্গঠনের কাজ করবো। মার্ক, আরভিন ও কেইসির অভিজ্ঞ নেতৃত্ব এবং লস এঞ্জেলেসের প্রতি তাদের গভীর অঙ্গীকার আমাদের এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।"

প্রাথমিকভাবে মার্ক ওয়াল্টার ফ্যামিলি ফাউন্ডেশন এবং লস এঞ্জেলেস ডজার্স ফাউন্ডেশন থেকে ১০০ মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে। এলএ রাইজেস মূলত দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ করবে।

মার্ক ওয়াল্টার বলেন, "লস এঞ্জেলেসের দাবানল শহরের বহু বসতিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন আমাদের সামর্থ্যবানদের এগিয়ে এসে পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।"

এ প্রসঙ্গে ম্যাজিক জনসন বলেন, "এটি সাহসী পদক্ষেপ নেওয়ার সময়। ক্যালিফোর্নিয়ার বৃহত্তম সংস্থান ও উদার হৃদয়ের মানুষদের একত্রিত করে আমরা নিশ্চিত করতে চাই, লস এঞ্জেলেসের প্রতিটি বাসিন্দা—তাদের বর্ণ, আর্থসামাজিক অবস্থা বা এলাকার পার্থক্য নির্বিশেষে—নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পান। এটি শুধু পুনরুদ্ধার নয়, বরং আরও টেকসই ও উন্নত কমিউনিটি গড়ার প্রচেষ্টা।"

লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার ক্যাথরিন বার্জার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, "দাতব্য সংস্থা ও বেসরকারি শিল্পের সহায়তা আমাদের স্থানীয় পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টার পরিপূরক হবে, বিশেষত অল্টাডিনার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যারা সবকিছু হারিয়েছে।"

উদ্যোগের অন্যতম মুখপাত্র কেইসি ওয়াসারম্যান বলেছেন, "আমি সারাজীবন লস এঞ্জেলেসের বাসিন্দা, এবং এই শহরের সবচেয়ে বড় শক্তি এর ঐক্য ও স্থিতিশীলতা। লস এঞ্জেলেস যা চায়, তা অর্জন করতে পারে। এলএ রাইজেস উদ্যোগের মাধ্যমে আমরা বেসরকারি খাতের অসীম সৃজনশীলতা, সম্পদ ও দানশীলতাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ভবিষ্যৎ তৈরি করবো।"

লস এঞ্জেলেস মেয়র কারেন ব্যাস বলেছেন, "এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় উদ্বেগ পুনর্গঠন এবং পুনরুদ্ধার। আমি গভর্নর এবং এলএ রাইজেস-এর সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের সঙ্গে একত্রে সমাধান খুঁজে কাজ করবেন। সাম্প্রতিক সময়ে লস এঞ্জেলেসের দৃঢ়তা ও ঐক্য পুরো রাজ্য, জাতি ও বিশ্বের কাছে স্পষ্ট হয়েছে।"

এর আগে, বৃহস্পতিবার গভর্নর নিউজম একটি আইনসভার প্যাকেজে স্বাক্ষর করেন, যা দাবানল-প্রবণ এলাকায় ২.৫ বিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ করবে। তিনি জানান, এই অর্থ অবিলম্বে প্রদান করা হবে এবং দুর্যোগ মোকাবিলা, ধ্বংসাবশেষ অপসারণ, ট্রাফিক নিয়ন্ত্রণসহ জরুরি সেবা কার্যক্রমে ব্যয় করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত