আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

        যুক্তরাষ্ট্রে অগ্নিসংঘর্ষে নিহত চারজন

        পিআর প্রক্রিয়া নিয়ে উচ্চকক্ষে একমত হওয়ার চেষ্টা

        শাহরুখ খানের ফিটনেস রহস্য: দিনে চারবার খাবার

        ইয়ামালের সমর্থনে এমবাপ্পের বক্তব্য: ‘১৮ বছরের শিশু’

        বাংলাদেশকে সর্বপ্রথম ভাবাই আমাদের মূল নীতি

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাজা ও সহজলভ্য ডিম পাওয়ার উপায়

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাজা ও সহজলভ্য ডিম পাওয়ার উপায়

ছবিঃ এলএবাংলাটাইমস

গত কয়েক মাস ধরে স্থানীয় মুদি দোকানে ডিমের দাম আকাশচুম্বী হয়েছে, আর কখনো কখনো ডিম পাওয়া যাচ্ছে না। এ কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেক বাসিন্দা স্থানীয় খামারিদের কাছ থেকে ডিম সংগ্রহের দিকে ঝুঁকছেন।

রাঞ্চো কুকামোঙ্গার বাসিন্দা স্টেফানি ভিকার্স সংবাদমাধ্যম কেটিএলএ-কে জানান, উচ্চমূল্যের কারণে তিনি দীর্ঘদিন ধরে বাজার থেকে ডিম কেনেননি।

"সত্যি বলতে, শেষবার আমি ডিম কিনেছিলাম থ্যাংকসগিভিং উপলক্ষে," বলেন তিনি।

২০২২ সালে শুরু হওয়া বার্ড ফ্লু মহামারীর কারণে ডিমের দাম এবং ঘাটতি দুই-ই বেড়েছে। এই ভাইরাস কোনো খামারে শনাক্ত হলে রোগ ছড়ানো ঠেকাতে পুরো মুরগির দলকে নিধন করা হয়। বড় খামারগুলোতে লক্ষাধিক মুরগি থাকায়, সামান্য সংক্রমণেও বিশাল ক্ষতি হয়, যার ফলে ডিমের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ কারণেই স্থানীয় মুদি দোকানগুলো ডিম বিক্রির সীমা নির্ধারণ করছে। উদাহরণস্বরূপ, ট্রেডার জো’স-এর ক্রেতারা এখন একসঙ্গে মাত্র এক ডজন ডিম কিনতে পারবেন, যাতে সবাই ডিম পাওয়ার সুযোগ পান। ইনল্যান্ড এম্পায়ারের একটি হোল ফুডস আউটলেটেও ডিমের তাক খালি হয়ে যাওয়ায় প্রতি ক্রেতার জন্য তিনটি কার্টনের সীমা নির্ধারণ করা হয়েছে।

কেটিএলএ-র ভোক্তা প্রতিবেদক ডেভিড লাজারাস বলেন, "এটি পুরোপুরি সরবরাহ ও চাহিদার বিষয়। বার্ড ফ্লুর কারণে লক্ষ লক্ষ মুরগি নিধন করতে হচ্ছে, যার ফলে মুরগির মাংসের দাম যেমন বেড়েছে, তেমনি ডিমের দামও ব্যাপকভাবে বেড়েছে।"

তিনি আরও বলেন, দোকানগুলো মহামারীকালীন সময়ের মতো রেশনিং ব্যবস্থা গ্রহণ করেছে, কারণ অনেক মানুষ ডিম মজুদ করার চেষ্টা করছে। তার পরামর্শ হলো বাজার ঘুরে দেখা এবং বিকল্প খোঁজা।

"কিছু দোকানে তুলনামূলকভাবে কম দামে ডিম পাওয়া যাচ্ছে," বলেন তিনি। "আমি স্থানীয় কৃষক বাজার পরিদর্শনের পরামর্শ দেব।"

কোথায় পাওয়া যাবে তাজা ডিম

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রাঞ্চো কুকামোঙ্গার রোজমেরি ফার্ম সরাসরি খামার থেকে ডিম বিক্রি করছে। এছাড়াও, চিনোর মাস্ট ফ্যামিলি ফার্ম ১৯৫৭ সাল থেকে ব্যবসা চালিয়ে আসছে এবং তাদের ছোট আকারের খামার এখনো বার্ড ফ্লুর কবলে পড়েনি। তবে উচ্চ চাহিদার কারণে এই খামার প্রতি ক্রেতাকে দুই ফ্ল্যাট বা ৪০টি ডিম পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে।

মাস্ট ফ্যামিলি ফার্মের পল মাস্ট কেটিএলএকে জানান, "প্রতিটি ডজন ডিমের দাম $৭.২৫, অর্থাৎ এই পুরো ট্রের দাম $১৭.৯৫। আমাদের ডিম অনেক বেশি তাজা, কারণ আমরা বাইরে থেকে আনতে হলে বেশ কয়েক সপ্তাহ পর বাজারে পৌঁছাত।"

তাজা ডিম কেনার অন্যান্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে বিলি’স এগ ফার্ম (চিনো) এবং ভুর্টম্যান এগ র‍্যাঞ্চ (অন্টারিও)।

যারা উচ্চমূল্যের কারণে মুদি দোকান থেকে ডিম কিনতে পারছেন না, তাদের জন্য স্থানীয় খামার থেকে সরাসরি ডিম সংগ্রহ করা একটি কার্যকর সমাধান হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত