নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ক্যালিফোর্নিয়ায় তৃতীয়বারের মতো ভূমিকম্প, এবার ইনল্যান্ড এম্পায়ারে
ছবিঃ এলএবাংলাটাইমস
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে তৃতীয়বারের মতো ৩.০ মাত্রার ওপরে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার দুপুরে ইনল্যান্ড এম্পায়ার অঞ্চলে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আইডিওয়াইল্ড শহরের দক্ষিণে ১১ মাইল দূরে, হেমেট এলাকার কাছে।
এর আগে, শনিবার ভোররাতে মালিবু এলাকায় পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি ছিল মাঝরাতের কিছুক্ষণ আগে, যার মাত্রা ছিল ৩.৮। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৩.৫।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই টানা ভূমিকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন