আপডেট :

        জুয়ার বিজ্ঞাপন প্রচারে রোববার থেকে সাইট ব্লক

        নিউইয়র্কে সিলেটিদের প্রতিবাদ: উন্নয়ন বঞ্চনায় ক্ষোভ

        নিউইয়র্কে ডমেস্টিক সহিংসতা রোধে নতুন বিশেষ ইউনিট

        জুলাই সনদ সই শেষ, বাস্তবায়ন পদ্ধতি এখনও অনিশ্চিত

        ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক মাইলফলক: ইইউ

        জুলাই সনদ স্বাক্ষরের আগে সং ঘ র্ষ: ৯০০ জনের বিরুদ্ধে মা ম লা

        দেড় মাস পর আবার খুলছে সুপ্রিম কোর্ট

        ২৫ আনসার সদস্য আহত, ১০ জন সিএমএইচে ভর্তি

        রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি: ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালে পাকিস্তান

        সালমার তিন বিয়ে ও বিতর্ক: ফিরে দেখা জীবনের গল্প

        চায়ের দোকান থেকে বলিউড: ওম পুরির সিনেমার মতো জীবন

        বলিউড অভিনেত্রীর গর্ভপাতের পর কঠিন অভিজ্ঞতার বর্ণনা

        হোপের দাপটে বাংলাদেশের জয়ের আশা ঝুঁকিতে

        রিশাদের দাপটে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

        বর্ধিত মাশুল স্থগিতে ব্যবসায়ীদের আন্দোলন, ৭ দিনের আল্টিমেটাম

        পিআর নিয়ে টালবাহানা সহ্য করবে না জনগণ: চরমোনাই পীর

        গাজার যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য ৬টি বড় বিপদ ডেকে আনল

        পাকিস্তান-আফগানিস্তানে ৪৮ ঘণ্টার নতুন যুদ্ধবিরতি ঘোষণা

        নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: সরকার

        বিমানবন্দর দ্রুত চালুর প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টা

সান বার্নার্ডিনোতে ভাড়াটে খুনের ঘটনায় পাঁচজন গ্রেফতার

সান বার্নার্ডিনোতে ভাড়াটে খুনের ঘটনায় পাঁচজন গ্রেফতার

ছবিঃ এলএবাংলাটাইমস

সান বার্নার্ডিনোতে ভাড়াটে খুনের পরিকল্পনার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই ষড়যন্ত্রের শিকার হন সন্দেহভাজনদের একজনের স্ত্রী, যাকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়। নিহত ইয়েসেনিয়া টরেস, যিনি জেসিকা নামে পরিচিত ছিলেন, ১০ জানুয়ারি ওয়েস্ট মিল স্ট্রিটের বার্গার পয়েন্ট রেস্তোরাঁর পার্কিং লটে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি রেস্তোরাঁ থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই এক বন্দুকধারী তাকে ধাওয়া করে এবং গুলি চালিয়ে হত্যা করে।

পুলিশ শুরুতে ঘটনাটিকে ডাকাতি বলে মনে করলেও তদন্তে উঠে আসে এটি ছিল সুপরিকল্পিত হত্যা। সান বার্নার্ডিনো পুলিশের প্রধান ড্যারেন গুডম্যান জানান, নিহত ইয়েসেনিয়া তার বিচ্ছিন্ন স্বামী সের্জিও রেভেলসের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে জড়িয়েছিলেন, যা কয়েক মিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ছিল। এই বিবাহবিচ্ছেদের জের ধরেই ভাড়াটে খুনের পরিকল্পনা করা হয়। গুডম্যান আরও জানান, জেসিকা ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী, যিনি কমিউনিটিতে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং বহু উদ্যোগকে সমর্থন করতেন।

তদন্তের সূত্র ধরে পুলিশ সন্দেহভাজনদের গাড়ির নম্বর শনাক্ত করে। সেটি ওয়ালমার্টের পার্কিং লটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে অপরাধীরা দ্বিতীয় একটি গাড়িতে পালিয়ে যায় এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা পোশাক পরিবর্তন করে অন্য একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে কিছুক্ষণ অবস্থান করে, এরপর সেখান থেকে গা ঢাকা দেয়।

১৬ জানুয়ারি, এলএ ও বেকারসফিল্ডে একাধিক তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ প্রধান দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। জেরার্ডো লামাস-টরেস (৩১) হত্যার মূল অস্ত্রধারী এবং আর্নল্ডো রুয়েলাস (৫৪) পালানোর গাড়ির চালক ছিলেন। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। পরে ৬ ফেব্রুয়ারি, আরও দুই সন্দেহভাজন রেইনাল্ডো রুয়েলাস (৩৭) এবং জুয়ান পেরেজ (৪২) গ্রেফতার হন। রেইনাল্ডো ছিলেন নিহত ইয়েসেনিয়ার মালিকানাধীন এক সম্পত্তির কর্মচারী এবং পেরেজ ছিলেন রেভেলসের ব্যবসায়িক অংশীদার। তাদের কাছ থেকে ২,৮৬,০০০ ডলার নগদ অর্থ ও বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পরিকল্পনা এক বছরেরও বেশি সময় ধরে চলছিল। সব অভিযুক্তের বিরুদ্ধে খুন, ডাকাতি, আর্থিক সুবিধা লাভ এবং পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তারা সবাই আদালতে নির্দোষ দাবি করেছেন এবং জামিন ছাড়াই কারাগারে বন্দী রয়েছেন। ১৪ মার্চ তাদের প্রি-প্রিলিমিনারি শুনানি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশের গোয়েন্দা এম. ইয়ুন (৯০৯-৩৮৪-৫৬৬৫), গোয়েন্দা ডি. মার্টিনেজ (৯০৯-৩৮৪-৫৬১৯) বা হোমিসাইড সার্জেন্ট ই. ক্যাম্পোসের (৯০৯-৩৮৪-৫৬১৩) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত