আপডেট :

        ট্রাম্পের বাণিজ্য চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রীর কড়া বার্তা

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

        কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

        “পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে আফগান সন্ত্রাসী গোষ্ঠীর ৩০ সদস্য নিহত”

        টেকনাফে ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ ১৫০০ ঘরবাড়ি ডুবে গেছে

        ঢাকাতে উল্টো পথে রথ টেনে সম্পন্ন রথ উৎসব—ভক্তদের আনন্দ ও ধর্মীয় আবেগের মেলবন্ধন

        সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ

        “দীর্ঘ মন্দা ভেঙে ঢেউ উঠছে: ১১ মাস পর শেয়ারদরের পুনর্গতি”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “মঈন খান: ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-হত্যা ছিল রুটিন কাজ”

        মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি

        মালয়েশিয়া পুলিশের সতর্কতা: ভাঙলেও বাংলাদেশের জঙ্গি হুমকি মুছে যায়নি

        এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ নারী দল

        স্কুলে মোবাইল নিষেধাজ্ঞা কার্যকর: নেদারল্যান্ডে ফোকাস ও ফলাফলে বৃদ্ধি

        মঈন খান আ’লীগকে ‘পলায়নকারী শক্তি’ বললেন

সান বার্নার্ডিনোতে ভাড়াটে খুনের ঘটনায় পাঁচজন গ্রেফতার

সান বার্নার্ডিনোতে ভাড়াটে খুনের ঘটনায় পাঁচজন গ্রেফতার

ছবিঃ এলএবাংলাটাইমস

সান বার্নার্ডিনোতে ভাড়াটে খুনের পরিকল্পনার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই ষড়যন্ত্রের শিকার হন সন্দেহভাজনদের একজনের স্ত্রী, যাকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়। নিহত ইয়েসেনিয়া টরেস, যিনি জেসিকা নামে পরিচিত ছিলেন, ১০ জানুয়ারি ওয়েস্ট মিল স্ট্রিটের বার্গার পয়েন্ট রেস্তোরাঁর পার্কিং লটে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি রেস্তোরাঁ থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই এক বন্দুকধারী তাকে ধাওয়া করে এবং গুলি চালিয়ে হত্যা করে।

পুলিশ শুরুতে ঘটনাটিকে ডাকাতি বলে মনে করলেও তদন্তে উঠে আসে এটি ছিল সুপরিকল্পিত হত্যা। সান বার্নার্ডিনো পুলিশের প্রধান ড্যারেন গুডম্যান জানান, নিহত ইয়েসেনিয়া তার বিচ্ছিন্ন স্বামী সের্জিও রেভেলসের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে জড়িয়েছিলেন, যা কয়েক মিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ছিল। এই বিবাহবিচ্ছেদের জের ধরেই ভাড়াটে খুনের পরিকল্পনা করা হয়। গুডম্যান আরও জানান, জেসিকা ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী, যিনি কমিউনিটিতে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং বহু উদ্যোগকে সমর্থন করতেন।

তদন্তের সূত্র ধরে পুলিশ সন্দেহভাজনদের গাড়ির নম্বর শনাক্ত করে। সেটি ওয়ালমার্টের পার্কিং লটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে অপরাধীরা দ্বিতীয় একটি গাড়িতে পালিয়ে যায় এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা পোশাক পরিবর্তন করে অন্য একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে কিছুক্ষণ অবস্থান করে, এরপর সেখান থেকে গা ঢাকা দেয়।

১৬ জানুয়ারি, এলএ ও বেকারসফিল্ডে একাধিক তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ প্রধান দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে। জেরার্ডো লামাস-টরেস (৩১) হত্যার মূল অস্ত্রধারী এবং আর্নল্ডো রুয়েলাস (৫৪) পালানোর গাড়ির চালক ছিলেন। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। পরে ৬ ফেব্রুয়ারি, আরও দুই সন্দেহভাজন রেইনাল্ডো রুয়েলাস (৩৭) এবং জুয়ান পেরেজ (৪২) গ্রেফতার হন। রেইনাল্ডো ছিলেন নিহত ইয়েসেনিয়ার মালিকানাধীন এক সম্পত্তির কর্মচারী এবং পেরেজ ছিলেন রেভেলসের ব্যবসায়িক অংশীদার। তাদের কাছ থেকে ২,৮৬,০০০ ডলার নগদ অর্থ ও বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পরিকল্পনা এক বছরেরও বেশি সময় ধরে চলছিল। সব অভিযুক্তের বিরুদ্ধে খুন, ডাকাতি, আর্থিক সুবিধা লাভ এবং পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তারা সবাই আদালতে নির্দোষ দাবি করেছেন এবং জামিন ছাড়াই কারাগারে বন্দী রয়েছেন। ১৪ মার্চ তাদের প্রি-প্রিলিমিনারি শুনানি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশের গোয়েন্দা এম. ইয়ুন (৯০৯-৩৮৪-৫৬৬৫), গোয়েন্দা ডি. মার্টিনেজ (৯০৯-৩৮৪-৫৬১৯) বা হোমিসাইড সার্জেন্ট ই. ক্যাম্পোসের (৯০৯-৩৮৪-৫৬১৩) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত