লস এঞ্জেলেসে আইসির (ICE) অভিযান প্রতিহত করছে কর্মীরা
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় অভিবাসন অধিকার রক্ষাকারী কর্মীরা একত্রিত হয়ে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (ICE)-এর অভিযানের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। তারা এলাকায় টহল দিচ্ছে এবং কয়েকটি ক্ষেত্রে অভিযান প্রতিরোধ করতেও সক্ষম হয়েছে।
কমিউনিটি সেল্ফ-ডিফেন্স কোয়ালিশন (Community Self-Defense Coalition) নামের একটি সংগঠন স্থানীয় গণমাধ্যম কেটিএলএ-কে (KTLA) জানিয়েছে যে, তারা এখন পর্যন্ত আলহামব্রা ও সান ফার্নান্দোতে দুটি অভিযান বন্ধ করতে পেরেছে।
গত রবিবার ভোরে আলহামব্রায় আইসির উপস্থিতি সম্পর্কে স্বেচ্ছাসেবকরা মেগাফোন ব্যবহার করে এলাকাবাসীকে সতর্ক করেন। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন কর্মী বলছেন, "ওরা সেখানে আছে, ওরা আইসি, আলহামব্রায় আইসি দেখা গেছে।"
এই সংগঠনটি ১০০-এরও বেশি স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত এবং তারা লস এঞ্জেলেসের বিভিন্ন এলাকায় টহল দিয়ে অভিবাসন বিষয়ক কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সতর্ক করে।
সংগঠনের স্বেচ্ছাসেবক রব গোচেজ (Rob Gochez) কেটিএলএ-কে বলেন, "আমরা [ICE] এর কর্মকাণ্ডের নিন্দা জানাই এবং মেগাফোন ব্যবহার করে সম্প্রদায়কে সতর্ক করি। আমরা সেখানে থাকি যতক্ষণ না এজেন্টরা চলে যায়। আজ তারা কাউকে অপহরণ করতে পারেনি।"
এই আন্দোলন এমন এক সময়ে চলছে যখন ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।
শনিবার, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "সাম্প্রতিক সপ্তাহগুলিতে আমরা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কার অভিযান শুরু করেছি, যা প্রেসিডেন্ট আইজেনহাওয়ার-এর সময়কার অভিযান থেকেও বড়।"
এদিকে, লস এঞ্জেলেস টাইমস-এর মতে, ফেব্রুয়ারিতে সম্ভাব্য ব্যাপক আইসি অভিযানের একটি গোপন স্মারক ফাঁস হয়েছে। এতে বলা হয়েছে যে, এই অভিযান বিশেষ করে সেইসব অভিবাসীদের লক্ষ্য করবে যাদের বৈধ কাগজপত্র নেই অথবা যারা ইতিমধ্যেই বহিষ্কারের নির্দেশ পেয়েছেন।
এই পরিস্থিতিতে, আন্দোলনকারীরা অভিবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কার্ড বিতরণ করছে, যাতে অবৈধ অভিবাসীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে পারেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন