লস এঞ্জেলেস দাবানল তহবিলে ২.৭৫ লাখ ডলার সংগ্রহ
ছবিঃ এলএবাংলাটাইমস
মাত্র ২৪ ঘণ্টার জন্য বিক্রিত একটি বিশেষ সংকলন অ্যালবাম লস এঞ্জেলেসের দাবানল পুনরুদ্ধার তহবিলে ২.৭৫ লাখ ডলার সংগ্রহ করেছে।
"গুড মিউজিক টু লিফট আপ লস এঞ্জেলেস" নামের ৯০-গানের এই অ্যালবামে আর.ই.এম., ফেই ওয়েবস্টার, ডেথ ক্যাব ফর কিউটি, মডেস্ট মাউস ও ডক্টর ডগ-এর মতো জনপ্রিয় শিল্পীদের অপ্রকাশিত গান অন্তর্ভুক্ত ছিল।
৭ ফেব্রুয়ারি একদিনের জন্য ব্যান্ডক্যাম্পে উন্মুক্ত থাকা অ্যালবামটি মাত্র ২০.২৫ ডলারে বিক্রি হলেও অনেকে অতিরিক্ত অনুদান দিয়েছেন। এর সমস্ত আয় ক্যালিফোর্নিয়া কমিউনিটি ফাউন্ডেশনের ওয়াইল্ডফায়ার রিকভারি ফান্ড ও লস এঞ্জেলেস রিজিওনাল ফুড ব্যাংকে দান করা হয়েছে।
সংকলনটি বিলবোর্ড কম্পাইলেশন অ্যালবাম চার্টে শীর্ষে উঠে আসে এবং ডিজিটাল ডাউনলোড ক্যাটাগরিতে সর্বোচ্চ স্থান অধিকার করে।
জানুয়ারির "ইটন ফায়ার" দাবানলে ক্ষতিগ্রস্ত শিল্পী ক্লেওন পিটারসন এই অ্যালবামের প্রচ্ছদ ডিজাইন করেছেন, আর ব্যান্ড "ডজ" তাদের ক্ষতিগ্রস্ত সদস্যদের সম্মান জানিয়ে একটি গান দান করেছে।
গুড মিউজিক অতীতেও ভোটাধিকার ও প্রজনন ন্যায়ের জন্য তহবিল সংগ্রহ করেছে। আয়োজকরা বলেন, "আমরা সকল সংগীতশিল্পী ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ, যারা এই উদ্যোগকে সফল করেছেন।"
এছাড়া, দাবানল পুনরুদ্ধারের জন্য "ফায়ারএইড" কনসার্ট সিরিজের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের আশা করা হচ্ছে এবং ব্যান্ডক্যাম্পে "সুপার ব্লুম" নামে আরেকটি সংকলন অ্যালবাম বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন