“ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ
মেল গিবসন নিউসমের অপসারণ প্রচেষ্টায়
ছবিঃ এলএবাংলাটাইমস
হলিউড অভিনেতা মেল গিবসন, যিনি সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মনোনীত হয়েছেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে অপসারণের প্রচেষ্টায় যোগ দিয়েছেন। লস এঞ্জেলেসের বিধ্বংসী দাবানলের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার আলটাডেনায় সেভিং ক্যালিফোর্নিয়া নামক সংগঠনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে গিবসন বলেন, “আমরা আরও ভালো নেতৃত্ব প্রাপ্য এবং গভর্নর বা মেয়রের কোনো অজুহাত এই চরম অব্যবস্থাপনার ব্যর্থতা ঢাকতে পারে না।”
পালিসেডস ও ইটন দাবানলে ২৯ জন নিহত হয়েছেন, যা ৩৭,০০০ একরের বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে এবং হাজারো বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করেছে।
গভর্নর নিউসম এই দাবানলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। ৭ জানুয়ারির ভয়াবহ সান্তা আনা বাতাসের কারণে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
মেল গিবসনের নিজস্ব বাড়িও পালিসেডস দাবানলে পুড়ে গেছে। তিনি দাবি করেন, লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস ও গভর্নর নিউসমের অব্যবস্থাপনার কারণেই দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে।
গিবসন বলেন, “এটা কি অযোগ্যতা? উদাসীনতা? অবহেলা? নিশ্চয়ই।”
তিনি আরও বলেন, “যে কোনো ধরনের ফেডারেল সহায়তা পাওয়ার আগে একটি স্বাধীন তদন্ত হওয়া উচিত।”
সংবাদ সম্মেলনে উপস্থিত কিছু ব্যক্তি গিবসনকে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান।
গভর্নর নিউসমের মুখপাত্র নাথান ক্লিক এই অপসারণ প্রচেষ্টার সমালোচনা করে বলেছেন, “গভর্নর এখন রাজনীতি নয়, বরং ক্যালিফোর্নিয়ার নেতৃত্ব ও পুনরুদ্ধারের কাজে মনোযোগী।”
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন