বেল এয়ারে ইনফ্লুয়েন্সারের বাড়িতে চুরি, তবে টাকা ছিল নকল!
ছবিঃ এলএবাংলাটাইমস
বেল এয়ারের এক ইনফ্লুয়েন্সারের বাড়িতে সোমবার ভোরে চোরেরা ঢুকে পড়ে এবং সেখানে থাকা ১০০ ডলারের নোট দেখে খুশি হয়ে যায়। তবে পরে জানা যায়, ওই টাকা আসলে একটি ফটোশুটের জন্য ব্যবহৃত নকল অর্থ ছিল।
লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (LAPD) তথ্য অনুযায়ী, ঘটনাটি রাত ১টার কিছু পর ১৫০০০ ব্লক মিলডেল ড্রাইভে ঘটে। চুরির সময় বাড়ির বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন না।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি তল্লাশি চালালেও সন্দেহভাজনদের খুঁজে পায়নি। তাদের কেবল দু’জন পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের সদস্যরা বাড়ির সামনে থাকা বিশাল প্রাচীরের ওপর মই দিয়ে উঠছেন, কারণ মূল ফটক খুলতে ব্যর্থ হন তারা।
রাস্তায় ছড়িয়ে থাকা ১০০ ডলারের নোট ও বিলাসবহুল ব্র্যান্ডের ব্যাগ দেখে প্রথমে মনে হয়েছিল চোরেরা বেশ মূল্যবান কিছু লুট করেছে। কিন্তু পরে ইনফ্লুয়েন্সার ও বেস্ট-সেলিং লেখিকা আমান্ডা ফ্রান্সিস নিশ্চিত করেন যে, ওই টাকা আসল নয়।
তিনি এক বিবৃতিতে বলেন, “আমি কঠোর পরিশ্রম করে আমার সম্পদ গড়ে তুলেছি এবং বেল এয়ারে নিজের বাড়ি কিনেছি। কিন্তু ছোটবেলা থেকে যে শহরে বসবাসের স্বপ্ন দেখেছি, সেটি যে একটি অনিরাপদ জায়গায় পরিণত হবে, তা ভাবিনি।”
তিনি আরও জানান, ২০১১ সালে স্নাতকোত্তর পড়ার সময় তিনি অনলাইন শিক্ষা ও প্রশিক্ষণমূলক একটি প্রতিষ্ঠান চালু করেন, যা নারীদের জন্য আর্থিক সচেতনতা বৃদ্ধির কোর্স করায়।
সম্প্রতি, তার ডিজিটাল কোর্সের একটি ফটোশুটের জন্য নিরাপত্তার কথা বিবেচনা করে ফটোগ্রাফার তাকে নকল টাকা ব্যবহারের পরামর্শ দেন, যাতে প্রকৃত অর্থ ব্যাংক থেকে এনে ফেরত দেওয়ার ঝামেলা এড়ানো যায়।
ফ্রান্সিস জানান, চোরেরা তার ওয়ার্ডরোব তছনছ করে এবং বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করে। তবে এক নিরাপত্তারক্ষীর হস্তক্ষেপে তারা বেশিরভাগ মূল্যবান জিনিস ফেলে রেখে যায় এবং শুধুমাত্র নকল টাকা নিয়ে পালানোর চেষ্টা করে।
লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে, এখনো চুরির ঘটনায় তদন্ত চলছে এবং কীভাবে চোরেরা বাড়ির ভেতরে প্রবেশ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্সিস জানিয়েছেন, চোরেরা তার কিছু মূল্যবান গয়না নিয়ে গেছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন