চিনো হিলসে স্টিং অপারেশনে ধরা পড়ল ফোন প্রতারক
ছবিঃ এলএবাংলাটাইমস
চিনো হিলস পুলিশ বিভাগের এক গোপন অভিযানে ধরা পড়েছে এক দুর্ধর্ষ ফোন প্রতারক। ২২ বছর বয়সী হাওয়াং সং, আলহাম্ব্রার বাসিন্দা, এক বৃদ্ধাকে টার্গেট করে ফোন প্রতারণার মাধ্যমে প্রায় ৩০,০০০ ডলার হাতিয়ে নেয়। তবে আরও অর্থ আত্মসাৎ করার চেষ্টার সময় পুলিশের হাতে ধরা পড়ে এই প্রতারক।
ভুক্তভোগী বৃদ্ধা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশকে জানান। এরপর পুলিশ কৌশলে একটি ফাঁদ পাতে। সং যখন অর্থ নিতে আসে, তখনই তাকে হাতে-নাতে আটক করা হয়।
এ ধরনের প্রতারণা ক্রমেই বেড়ে চলেছে, বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা এই প্রতারকদের মূল লক্ষ্য। সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও দুই ব্যক্তি ১০০-রও বেশি বয়স্ক ব্যক্তিকে প্রতারণা করে ১০ মিলিয়নের বেশি ডলার আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
চিনো হিলস পুলিশ জনগণকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে, অজানা নম্বর থেকে ফোনে টাকা দাবি করা হলে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কিছু মনে হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। বয়স্কদের এ ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে সবাইকে আরও সচেতন হতে হবে, যাতে কেউ আর এমন ফাঁদে না পড়ে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন