নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ইংল্যাউড কারম্যাক্সে গাড়ি নিয়ে হামলা, আহত ৮
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস পুলিশের মতে, শনিবার দুপুরে ইংল্যাউডের কারম্যাক্স শোরুমে এক গ্রাহক ইচ্ছাকৃতভাবে গাড়ি নিয়ে ঢুকে পড়ে, যার ফলে মোট আটজন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, শনিবার দুপুর ২:০৩ মিনিটে ৮৬০০ ব্লক, লা সিয়েনেগা বুলেভার্ডে অবস্থিত কারম্যাক্স থেকে এক গ্রাহকের সঙ্গে বিরোধের খবর পাওয়া যায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রাহক তার গাড়ির মূল্যায়ন করাচ্ছিলেন, তবে কী কারণে বিরোধ হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিরোধের পর ওই ব্যক্তি ভবন থেকে বের হয়ে নিজের গাড়িতে ওঠেন এবং ডিলারশিপের ভেতরে গাড়ি চালিয়ে দেন, যার ফলে কর্মচারী ও অন্যান্য গ্রাহকরা আহত হন। এরপর তিনি পালানোর চেষ্টা করেন, তবে লস এঞ্জেলেস পুলিশ দ্রুত তাকে আটক করে। পরে তাকে ইংল্যাউড পুলিশ বিভাগের হেফাজতে নেওয়া হয়, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রথমে ঘটনাটিকে ‘সক্রিয় বন্দুকধারীর হামলা’ হিসেবে ভুলভাবে রিপোর্ট করা হয়েছিল, তবে লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট নিশ্চিত করে যে এটি একটি গাড়ি দুর্ঘটনা। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা প্রদান করে। আহত আটজনের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।
কারম্যাক্স শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, “আজ দুপুরে আমাদের ইংল্যাউড শাখায় এক গ্রাহক গাড়ি নিয়ে ঢুকে পড়ে, যার ফলে বেশ কয়েকজন কর্মী ও গ্রাহক আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।” প্রতিষ্ঠানটি আরও জানায় যে তারা এই ঘটনার তদন্তে পুলিশের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। “আমাদের কর্মী ও গ্রাহকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার,” বলে জানায় কারম্যাক্স।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন