আপডেট :

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

        বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

        ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা: কে দায়ী?

        ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

        এশিয়া কাপের সম্ভাব্য সূচি জুলাইয়ে প্রকাশিত হবে

        সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

        রথযাত্রার উৎসবে বিপর্যয়: উড়িষ্যায় ভিড়ে পিষ্ট হয়ে ৩ মৃত, ১০ জন আহত

        মনু মিয়ার শেষ বিদায়ে অভিনেতা খায়রুল বাসারের মানবিকতার জয়

        মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

        মুরাদনগরের অশান্তির জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা দায়ী: আসিফ মাহমুদ

        ৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

        হিরো আলমের যত্নে রিয়া মনি, প্রকাশ করলেন তার শারীরিক অবস্থা

        হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

        জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেট: ২০২৫-২৬ অর্থবছরে ৩২৩ কোটি টাকা

        কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

        ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদারে প্রস্তুত পুতিন, নতুন যোগাযোগের আভাস

        স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

        সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

        ট্রাম্পের দাবি: খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ পাইনি

        এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নিয়ম

সিটি মেয়রের উপস্থিতিতে লস এঞ্জেলেসে মুনার ইফতার মাহফিল সম্পন্ন

সিটি মেয়রের উপস্থিতিতে লস এঞ্জেলেসে মুনার ইফতার মাহফিল সম্পন্ন

পবিত্র মাহে রামাদান হচ্ছে মুসলমানদের জীবনে এক গুরুত্বপূর্ণ সময়। ১১ মাস পরে প্রতি বছর এ মাসটি মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে শান্তি, মুক্তি আর সমৃদ্ধির বারতা। মহান আল্লাহর অশেষ রহমতে ভরপুর এই মাসটি মুসলমানরা জীবন গঠনের কাজে লাগাতে পারে খুব সহজে।

মহিমাময় এই মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও লস এঞ্জেলেসে ইফতার মাহফিল আয়োজন করেছে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)। সংগঠনটির লস এঞ্জেলেস চ্যাপ্টারের উদ্যোগে গত ১২ জুন রবিবার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেস সিটির মেয়র এরিক গারসিটি।



অরলান্ডে বন্ধুকধারীর গুলিতে ৫০ জন নিহতের শোকে যখন সারা আমেরিকা স্তব্ধ। মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে চাপা আতংক। এমনি একটি মুহূর্তে মুসলমানদের এমন অনুষ্ঠানে সিটি মেয়রের উপস্থিতি ছিলো খুবই গুরুত্বপূর্ণ।

মেয়রও নিজ থেকে মুসলিম কমিউনিটিকে সান্ত¦না ও সাহস যুগিয়েছেন। নিশ্চয়তা দিয়েছেন মুসলিম কমিউনিটির নিরাপত্তার। 

ইফতার মাহফিলের প্রধান অতিথি মেয়র গারসিটি তার বক্তব্যে বলেন, যতক্ষণ আমরা ঐক্যবদ্ধ ততক্ষণ আমরা নিরাপদ এবং শক্তিশালী। তিনি বলেন, সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী এবং আমরা তার তীব্র নিন্দা জানাই।

মেয়র বলেন, আমরা আক্রমণের শিকার হয়েছি কারণ, কেউ হয়ত পছন্দ করে না আমরা যেভাবে পরস্পরকে ভালবাসি অথবা যেভাবে প্রভুকে উপসনা করি। এই রামদানে আমরা এর জবাব দিবো ভালোবাসা দিয়ে এবং ঐক্য দিয়ে।

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ বেলাল হোসাইন। কোরআনের অনুবাদ করেন আহসান হাবিব আরিফ।

শরীফুল ইসলামের পরিচালনায় মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন মুনার লস এঞ্জেলেস চ্যাপ্টারের সভাপতি আশরাফ হোসেন আকবর। বক্তব্যের শুরুতে তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান এবং অরলান্ডের ঘটনায়  দুঃখ প্রকাশ করেন।

রমজানের তাৎপর্য তোলে ধরে তিনি বলেন, এ মাসটি হচ্ছে সিয়াম সাধনার মাস। সংযমের মাস। এই মাসে সিয়াম সাধনা তথা রোজার মাধ্যমে বিগত দিনের সকল গুনাহ থেকে মুক্তির একটি সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন। তাই আগামীর সুন্দর জীবন গঠনের জন্য এ মাসটিকে কাজে লাগাতে হবে।

অরলান্ডের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো কোনো সন্ত্রাসী কর্মকান্ড সমর্থন করে না। যারা এসব করে তারা মূলত ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে কলঙ্কিত করতে চায়। এসবের সাথে মুসলমানদের কোনো দূরতম সম্পর্ক নেই।



নিরাপত্তার চাদরে ঢাকা ইফতার মাহফিল
অরলান্ডের ঘটনায় মুসলিম কমিউনিটিতে আতংক থাকায় এই ইফতার মাহফিল উপলক্ষে অনুষ্ঠান স্থলে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ছাড়াও বন্ধুকসহ স্পেশাল পাইভেট নিরাপত্তা কর্মী নিয়োগ করে মুনা। পুরো হল ঘিরে রাখে পুলিশ। ইফতারে অংশগ্রহণকারী সবার ব্যাগসহ তল্লাশী করে ভেতরে ঢুকানো হয়। হলের ভেতরে মোতায়েন ছিল সাদা পোষাকধারী পুলিশও।

লস এঞ্জেলেসে মুসলিম কমিউনিটির অন্যতম বৃহৎ এই অনুষ্ঠানে প্রায় ১২০০ ধর্মপ্রাণ মুসলিম অংশ নেয়। কানায় কানায় ভরপুর ছিল পুরো হল।

মেয়রের উপস্থিতির কারণে  ইফতার মাহফিলে বিশেষ গুরুত্ব দেয়  স্থানীয় এবং আমেরিকার মেইনস্ট্রিম মিডিয়াগুলো। তারা এ অনুষ্ঠানের খবরটি গুরুত্ব দিয়ে  প্রকাশ করে। ৫টির মতো আমেরিকান টিভি চ্যানেল কাভার করে নিউজটি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মুজাম্মেল সিদ্দিকী, শুরা কাউন্সিলের প্রেসিডেন্ট ড. সালাম আল মারিয়াতি, মুনার ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ময়েজ উদ্দিন, অরেঞ্জ কান্ট্রি চ্যাপ্টারের সভাপতি আব্দুল মান্নান, ভ্যালি চ্যাপ্টারের সভাপতি আব্দুল মুকিত আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পারমিট রিভিউ কমিশনার মারুফ ইসলাম ও বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)-এর প্রেসিডেন্ট ডা. আবুল হাশেম।

বক্তারা মহিমান্বিত এই রামাদান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, এই মাস হচ্ছে তাকওয়া তথা আল্লাহভীরুতা অর্জনের মাস। এই মাসের একটি নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান আর একটি ফরজ ইবাদত ৭০টি ফরজের সমান। মহান আল্লাহর রহমত আর বরকতে পূর্ণ এই মাসটি যথাযথ কাজে লাগতে পারলে আমাদের জীবনের সফলতা আসবে।
 
মেয়রের বক্তব্যের আগে অরলান্ডের ঘটনায় এক শোকবার্তা পাঠ করেন মুনা ওয়েস্ট জোনের প্রেসিডেন্ট আনিসুর রহমান। এসময় নিহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতাও পালন করা হয়।

মাহফিলের শেষ দিকে লস এঞ্জেলেস সিটির নেবারহুড কাউন্সিল নির্বাচনে অংশ নেয়া ৪ জন বিজয়ী বাংলাদেশিকে মুনার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বিজয়ী চারজন কাউন্সিলর হচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, সাংবাদিক আহমেদ ফায়সাল, জেরিন ইসলাম ও ইশরাক আলী। মঞ্চে নিয়ে তাদের সবাইকে পরিচয় করিয়ে দেন মুনার নেতৃবৃন্দ।

মেয়রের বক্তব্যের আগে বক্তব্য রাখেন এক বাংলাদেশি আমেরিকান তরুণী। প্রবাসী বাংলাদেশী ও মুসলিম কমিউনিটিকে সার্বিক নিরাপত্তা ও সমর্থনের জন্য তিনি মেয়রকে ধন্যবাদ জানান। এসময় তিনি মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব দুই ঈদ ঈদুল ফিত্র ও ঈদুল আযহায় সিটির পক্ষ থেকে ছুটির ব্যবস্থা করার জন্য মেয়রকে অনুরোধ করেন।

এই তরুণী তার বক্তব্যে আরও বলেন, সন্ত্রাসীদের কোন ধর্ম নেই। আজ যারা বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে তারা শুধু ধর্মের নাম ব্যবহার করছে। তারা ইসলামকে প্রতিনিধিত্ব করছে না। তরুণ প্রজন্মকে ইসলামের বিপক্ষে দাঁড় করানোর জন্য এসব ঘটনা সাজানো হচ্ছে।

বক্তব্যের আগে মুনা এবং বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে মেয়র এরিক গারসিটিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মুনার লস এঞ্জেলেস চ্যাপ্টারের সভাপতি আশরাফ হোসেন আকবর ও ওয়েস্ট জোনের প্রেসিডেন্ট আনিসুর রহমান। ইফতার মাহফিলে মেয়রকে একটি সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।

ইফতার মাহফিলে ‘কান্ডারী’ নামে মুনার বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করা হয়। মাহফিলে অনুষ্ঠিত শিশুকিশোরদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার  বিতরণ করা হয়।

ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মুনার ওয়েস্ট জোনের প্রেসিডেন্ট আনিসুর রহমান।

মাহফিলে আনিসুর রহমানের নেতৃত্বে একটি সম্মিলিত ইসলামী সংগীত পরিবেশন করেন মুনার নেতৃবৃন্দ।

ইফতারের পর নামাজ শেষে বাফলার উদ্যোগে ও মেয়র এরিক গারসিটির নেতৃত্বে অরলান্ডে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন

পাঠকের মতামত