লস এঞ্জেলেসে পার্কিং টিকিট থেকে ক্ষতির মুখে শহর
ছবিঃ এলএবাংলাটাইমস
২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে লস এঞ্জেলেসে শহর পার্কিং টিকিট ব্যবস্থাপনায় প্রায় ৮০৯ মিলিয়ন ডলার ব্যয় করেছে, কিন্তু এই সময়ে টিকিট থেকে আয় হয়েছে মাত্র ৬১৭ মিলিয়ন ডলার। ফলে শহরটি ১৯২ মিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে।
শুধুমাত্র ২০২০-২১ অর্থবছরেই শহরটি ৫৬.৪ মিলিয়ন ডলার বেশি খরচ করেছে পার্কিং ব্যবস্থাপনায়, যা আয়কৃত অর্থের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কোভিড-১৯ মহামারী: মহামারীর সময় পার্কিং সংক্রান্ত নিয়ম শিথিল করা হয়, ফলে রাজস্ব কমে যায়।
কম টিকিট ইস্যু: ২০২৩ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১.১৭ মিলিয়ন পার্কিং টিকিট ইস্যু করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৭% কম। ২০২১ সালে পার্কিং এনফোর্সমেন্ট বিভাগে ৭৬টি পদ শূন্য ছিল, যার ফলে টিকিট ইস্যুর হার কমেছে।
শহর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
শহরের কর্মকর্তারা বলছেন, পার্কিং টিকিটের প্রধান লক্ষ্য রাজস্ব অর্জন নয়, বরং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা ও যান চলাচল স্বাভাবিক রাখা।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন