ক্যালিফোর্নিয়ায় চেরি ব্লসম মৌসুম শুরু: কোথায় দেখা যাবে এই অপরূপ দৃশ্য
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে চেরি ফুল ফুটতে শুরু করেছে, যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব দৃশ্য উপহার দিচ্ছে। মার্চ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে চেরি ব্লসম তার সর্বোচ্চ সৌন্দর্যে থাকে।
চেরি ব্লসম উপভোগের জন্য সান ফ্রান্সিসকোর জাপানিজ টি গার্ডেন অন্যতম সেরা স্থান, যেখানে জাপানি সংস্কৃতি ও প্রকৃতির মিশেলে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়। লস অ্যাঞ্জেলেসের লেক বালবোয়া পার্কও এই সময়ে অসংখ্য পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, যেখানে লেকের চারপাশে শত শত চেরি গাছ ফুলে ঢাকা থাকে।
এছাড়া, সান জোসের উইনচেস্টার মিস্ট্রি হাউস সংলগ্ন এলাকা এবং স্যাক্রামেন্টোর ক্যাপিটল পার্কও চেরি ব্লসম উপভোগের জন্য দারুণ উপযুক্ত। প্রতিটি জায়গাই ভোর বা গোধূলির আলোয় এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে।
চেরি ব্লসমের এই রঙিন উৎসব উপভোগ করতে চাইলে এখনই পরিকল্পনা করুন, কারণ এটি প্রকৃতির এক অনন্য উপহার, যা মুহূর্তকে স্মরণীয় করে তোলে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন