ক্যালিফোর্নিয়ায় গ্যাসের দাম বেড়েছে, তবে এখনো গত বছরের চেয়ে কম
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, তবে এটি এখনো গত বছরের তুলনায় কম রয়েছে বলে জানিয়েছে AAA।
সংস্থাটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি বছর এই সময়ে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হতে থাকে এবং গ্রীষ্মে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।
বর্তমানে ক্যালিফোর্নিয়ায় প্রতি গ্যালন সাধারণ অকটেন গ্যাসের গড় দাম $৪.৬৭, যেখানে গত বছর একই সময়ে এটি ছিল $৫.০১। তবে রাজ্যের বর্তমান গড় দাম এখনো জাতীয় গড় $৩.১৬-এর তুলনায় বেশি।
ক্যালিফোর্নিয়ায় রেকর্ড করা সর্বোচ্চ গড় গ্যাসের মূল্য ছিল $৬.৪৪, যা ১৪ জুন ২০২২-এ নির্ধারিত হয়েছিল। অন্যদিকে, ডিজেলের সর্বোচ্চ রেকর্ডকৃত দাম ছিল $৭.০১, যা ১৮ জুন ২০২২-এ উঠেছিল।
সান ডিয়েগোতে বর্তমানে প্রতি গ্যালন সাধারণ অকটেন গ্যাসের গড় দাম $৪.৭০।
অন্যান্য শহরের গ্যাসের দাম AAA-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
যদিও দাম বৃদ্ধি পাচ্ছে, তবে আশার বিষয় হলো—জাতীয় গড় দাম এখনো গত বছরের তুলনায় $০.৪০ কম রয়েছে বলে জানিয়েছে AAA।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন