নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
অরেঞ্জ কাউন্টিতে গৃহহীনতার ঝুঁকি বাড়ছে
ছবি: এলএবাংলাটাইমস
মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট (HUD) বিভাগ জরুরি আবাসন ভাউচার (EHV) প্রোগ্রামের অর্থায়ন বন্ধ করার ঘোষণা দিয়েছে। এর ফলে অরেঞ্জ কাউন্টির শত শত মানুষ গৃহহীনতার ঝুঁকিতে পড়তে পারে।
এই প্রোগ্রামটি ২০২১ সালে কোভিড-১৯ মহামারির সময় শুরু হয়েছিল এবং গৃহহীন বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভাড়া সহায়তা দেওয়ার জন্য পরিচালিত হচ্ছিল। EHV ভাউচারের মাধ্যমে হাজারো পরিবার নিরাপদ আশ্রয় পেয়েছিল, কিন্তু নতুন অর্থায়ন বন্ধ হওয়ার কারণে এখন অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, অরেঞ্জ কাউন্টির গৃহহীন সমস্যা ইতিমধ্যেই গুরুতর, এবং এই ভাউচার বাতিল হলে পরিস্থিতি আরও খারাপ হবে। বিশেষ করে আনাহেইম, গার্ডেন গ্রোভ ও সান্তা আনার মতো এলাকায় বসবাসকারী অনেক পরিবার এতে ক্ষতিগ্রস্ত হবে।
অরেঞ্জ কাউন্টি বোর্ড অফ সুপারভাইজারস বর্তমানে বিকল্প সমাধান খুঁজছে এবং কিছু নতুন হাউজিং প্রোগ্রাম চালুর পরিকল্পনা করছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, HUD-এর এই সিদ্ধান্ত গৃহহীনতার হার আরও বাড়িয়ে দেবে এবং নিম্নআয়ের পরিবারগুলোর জন্য আবাসন সংকট সৃষ্টি করবে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন