নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ট্রাম্প ও মাস্কের বিরুদ্ধে 'হ্যান্ডস অফ!' প্রতিবাদে হাজারো মানুষ
ছবিঃ এলএবাংলাটাইমস
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫ তারিখে, যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে একযোগে 'হ্যান্ডস অফ!' শীর্ষক বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে নাগরিকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে কয়েকশো মানুষ ব্যস্ত সড়কের মোড়ে জড়ো হয়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এই প্রতিবাদে অংশগ্রহণকারীরা সরকারের সামাজিক নিরাপত্তা ও মেডিকেড প্রোগ্রামে কাটা, ফেডারেল কর্মীদের গণছাঁটাই এবং এলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (DOGE) মাধ্যমে সরকারি সংস্থাগুলোর সংকোচনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল মলে হাজারো মানুষ সমবেত হয়ে 'হ্যান্ডস অফ আওয়ার ডেমোক্রেসি' এবং 'হ্যান্ডস অফ আওয়ার সোশ্যাল সিকিউরিটি' লেখা সাইন বহন করেন। মানবাধিকার প্রচারক কেলি রবিনসন এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের প্রতি প্রশাসনের আচরণের সমালোচনা করেন।
নিউ ইয়র্ক, বোস্টন, আটলান্টা, সান ফ্রান্সিসকোসহ বিভিন্ন শহরে এই ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভগুলো ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে জনগণের অসন্তোষ এবং বৃহত্তর নাগরিক আন্দোলনের প্রতিফলন।
শেয়ার করুন