নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
অ্যাডেলান্তোতে পিতা-পুত্রের লাশ উদ্ধার: পিতার আত্মহত্যা, ছেলের মৃত্যুরহস্যে তদন্ত চলছে
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্তো শহরের একটি পরিত্যক্ত ওয়াশ এলাকায় পিতা ও তার ১৪ বছর বয়সী ছেলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ বিভাগ। মর্মান্তিক এ ঘটনাটি ঘিরে চলছে গভীর তদন্ত।
শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পার্শিং ড্রাইভ ও মন্ট্রোস ওয়ের কাছে অবস্থিত একটি ওয়াশ এলাকায় "ম্যানে ডাউন" সংক্রান্ত একটি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডেপুটিরা। সেখানে তারা গুলিবিদ্ধ অবস্থায় দুই জন পুরুষের মরদেহ খুঁজে পান।
পরবর্তীতে মৃতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা হয় – তিনি মাইকেল উইলিয়ামস, বয়স ৩৫, বারস্টো শহরের বাসিন্দা। মৃত কিশোরের নাম প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে তিনিও বারস্টোরই বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। কোরোনার দপ্তরে প্রেরণের পর মাইকেল উইলিয়ামসের মৃত্যু আত্মহত্যা বলে নিশ্চিত করা হয়েছে। তবে কিশোরটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি; বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
যেকোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ বিভাগের স্পেশালাইজড ইনভেস্টিগেশনস ডিভিশনের সাথে ৯০৯-৮৯০-৪৯০৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
শেয়ার করুন