আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

ইংল্যাউড কলেজ ক্যাম্পাসে গুলি: ২ জন হাসপাতালে, সন্দেহভাজন আটক

ইংল্যাউড কলেজ ক্যাম্পাসে গুলি: ২ জন হাসপাতালে, সন্দেহভাজন আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইংল্যাউড শহরের একটি কলেজ ক্যাম্পাসে গুলির ঘটনায় দুইজন নারী কর্মচারী গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪টার কিছু আগে পুলিশ স্পার্টান কলেজ অব অ্যারোনটিক্স অ্যান্ড টেকনোলজির অ্যাভিয়েশন বুলেভার্ড ক্যাম্পাসে পৌঁছে যায়।

Sky5-এর লাইভ ফুটেজে দেখা যায়, পুলিশ সদস্যরা একটি ভবন ঘিরে রেখেছে, যেখানে সন্দেহভাজন বন্দুকধারী নিজেকে আটকে রেখেছিলেন। পরে জানা যায়, তিনি সেখান থেকে পালিয়ে যান।

ইংল্যাউড শহরের মেয়র জেমস টি. বাটস জানান, বন্দুকধারী ছিলেন একজন হিস্পানিক পুরুষ যিনি কলেজটির সাবেক কর্মচারী। তিনি এমন একটি পোশাক পরেছিলেন, যা নিরাপত্তারক্ষীর ইউনিফর্মের মতো দেখাচ্ছিল।

তদন্তকারীরা জানান, ওই ব্যক্তি ভবনে ঢুকে সামনের ডেস্কে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। এতে দুইজন নারী কর্মচারী গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি ট্রমা সেন্টারে ভর্তি হন।

পুলিশ পরে ভবনের প্রতিটি কক্ষ তল্লাশি করে, তবে আর কোনো আহত ব্যক্তিকে পাওয়া যায়নি। সন্দেহভাজনকে খুঁজতে পুলিশ পুরো এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলে।

পরে সন্ধ্যা ৬টার দিকে লস অ্যাঞ্জেলসের পিকো-ইউনিয়ন এলাকায় বেরেন্ডো স্ট্রিটের ১১০০ নম্বর ব্লকে একটি গা dark ় রঙের বিএমডব্লিউ গাড়িকে ঘিরে ধরে এলএপিডি। গাড়িটির নম্বর প্লেট সন্দেহভাজনের গাড়ির সঙ্গে মিলে যায়। পরে তাকে গাড়ি থেকে বের করে গ্রেপ্তার করা হয়।

এক প্রত্যক্ষদর্শী নারী জানান, তার প্রেমিক ওই কলেজের অ্যাডমিশন অফিসে কাজ করেন এবং ঘটনাস্থলের কিছুক্ষণ আগেই তিনি সন্দেহভাজনের সঙ্গে কথা বলেছিলেন।

“সে আমাকে বলেছিল, ঘটনার আধা ঘণ্টা আগে সে [সন্দেহভাজনের] সঙ্গে কথা বলেছিল এবং তাকে ধন্যবাদ জানিয়েছিল,” ওই নারী বলেন। “ঘটনাটি সামনের ডেস্কে ঘটেছে। সে ঠিক তখনি করিডোরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যখন গুলির শব্দ শুনে চমকে ওঠে। সে খুব আতঙ্কিত হয়ে পড়ে।”

প্রথমে পুলিশ জানিয়েছিল তিনজন গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু পরে নিশ্চিত করা হয় ঘটনাস্থলে দুইজনকে আহত অবস্থায় পাওয়া গেছে।

ঘটনার পর হিলক্রেস্ট ও অ্যাভিয়েশন বুলেভার্ডের আশপাশের ভবনগুলো খালি করে ফেলা হয় এবং ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। এখনো সেখানে পুলিশি তৎপরতা জারি রয়েছে।

গোটা ঘটনার পেছনে কী কারণ ছিল, তা এখনো স্পষ্ট নয়। সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি এবং আহতরা তার পূর্বপরিচিত কিনা, সে বিষয়েও পুলিশ কিছু জানায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত