উষ্ণতার রেকর্ড ভাঙল Woodland Hills ও Burbank, জানালো NWS
ছবিঃ এলএবাংলাটাইমস
কেবল গরমই নয়, শুক্রবারের তাপমাত্রা ছিল রেকর্ডভাঙা।
জাতীয় আবহাওয়া দপ্তর (NWS) জানিয়েছে, ৯ মে Woodland Hills-এ তাপমাত্রা উঠেছিল ১০২ ডিগ্রি ফারেনহাইটে, যা মে মাসের জন্য আগের সর্বোচ্চ রেকর্ড ১৯৮৪ সালের ৯৯ ডিগ্রিকে ছাড়িয়ে গেছে।
Burbank-এও গরমে রেকর্ড ভাঙে। শুক্রবার সেখানে তাপমাত্রা ছিল ৯৮ ডিগ্রি, যা ১৯৪০ সালের ৯৭ ডিগ্রি রেকর্ডকে অতিক্রম করে।
Paso Robles-এও রেকর্ড প্রায় ভেঙে গিয়েছিল—মাত্র এক ডিগ্রি কমে বেঁচে যায়।
আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, শনিবার আরও তাপমাত্রা বাড়তে পারে, কারণ তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া হিট অ্যাডভাইজরি শনিবার রাত ৯টা পর্যন্ত বহাল থাকবে, যা মূলত উপত্যকা ও ইনল্যান্ড এম্পায়ার এলাকায় প্রযোজ্য।
তবে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওপর থাকা উচ্চচাপের পেছনে একটি ঠান্ডা ফ্রন্ট ধীরে ধীরে এগিয়ে আসছে, যা রবিবার মা দিবসের আগেই তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে পারে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন