দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
কম্পটনের পার্কে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত, বন্দুকধারী পলাতক
ছবিঃ এলএবাংলাটাইমস
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, শুক্রবার বিকেলে কম্পটনের একটি পার্কে গুলিবিদ্ধ হয়ে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বিকেল ৪টার কিছু আগে, ফিগ/ওলিয়ান্ডার পার্কে।
কম্পটনের দমকল বিভাগ জানিয়েছে, শিশুটিকে পেটের নিচের অংশে গুলি করা হয়।
ঘটনাস্থলে প্রথম সাড়া দেওয়া কর্মীরা তাৎক্ষণিকভাবে রক্ত সঞ্চালন করেন এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন।
এখনো বন্দুকধারীর পরিচয় বা বিবরণ প্রকাশ করা হয়নি।
ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ পলাতক বন্দুকধারীকে ধরার চেষ্টা করছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন