৭০ বছরে পা দিল ডিজনিল্যান্ড রিসোর্ট, শুরু হলো বর্ণাঢ্য উদযাপন
ছবিঃ এলএবাংলাটাইমস
ডিজনিল্যান্ড রিসোর্ট তার ৭০তম বর্ষপূর্তি উদযাপন শুরু করছে আজ শুক্রবার থেকে। বছরব্যাপী এই আনন্দঘন উদযাপনে দর্শনার্থীদের জন্য থাকছে নতুন সব বিনোদনের আয়োজন, সঙ্গে ফিরছে জনপ্রিয় কিছু পুরনো শো।
এই বিশেষ বার্ষিকীতে পার্কের প্রতিটি কোণজুড়ে ছড়িয়ে থাকবে উৎসবের আমেজ। "The Celebrate Happy Cavalcade" নামে এক নতুন আনন্দমিছিল চলবে মেইন স্ট্রিট, ইউ.এস.এ. জুড়ে। পাশাপাশি, "It's a Small World"-এ চালু হচ্ছে নতুন প্রজেকশন শো "Tapestry of Happiness"।
পুনরায় দর্শকদের সামনে হাজির হবে চমকপ্রদ এবং বহু আলোচিত নাইট শো "Paint the Night"। হাজারো রঙিন আলোর ঝলকে, লক্ষাধিক এলইডি লাইটের ভেলকিতে আলোকিত হবে মেইন স্ট্রিট।
এই শোতে থাকবে নতুন ডিজাইন করা ফ্লোট, আকর্ষণীয় পোশাক এবং স্মরণীয় সঙ্গীত। সবচেয়ে বড় চমক—ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘ফ্রোজেন’ থেকে আনা এবং এলসা ফিরছেন তাদের সেই বিশেষ ফ্লোটে, যা বহু দর্শকের প্রিয়।
ডিজনি ক্যালিফোর্নিয়া অ্যাডভেঞ্চার পার্কেও চলবে উৎসব
দিনের বেলা দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন ‘Better Together: A Pixar Pals Celebration’ শো। আর সন্ধ্যা নামতেই শুরু হবে নতুন ‘World of Color Happiness!’—যেটি ওয়াল্ট ডিজনির সেই ঐতিহাসিক উদ্বোধনী ভাষণকে ঘিরে তৈরি: “To all who come to this happy place… welcome!”
এই নাইট শোটি একটি আবেগময় যাত্রা, যেখানে ‘ইনসাইড আউট’ এবং আসন্ন ‘ইনসাইড আউট ২’ সিনেমার চরিত্র জয়ও তার বন্ধু আবেগগুলো দর্শকদের নিয়ে যাবে "খুশির" এক রঙিন ভ্রমণে।
বিশেষ টিকিট ও ছাড়
উৎসবের আনন্দ আরও বড় করতে ডিজনিল্যান্ড রিসোর্ট দিচ্ছে সীমিত সময়ের জন্য বিশেষ ছাড়। এখন দর্শনার্থীরা পাচ্ছেন মাল্টি-ডে থিম পার্ক টিকিট প্রতিদিন মাত্র $১২০ থেকে শুরু করে ৩ বা ৪ দিনের বিশেষ টিকিটের উপর অতিরিক্ত ছাড়।
নতুন বিনোদন, থিমযুক্ত খাবার ও কালেক্টিবল সামগ্রী
৭০তম বর্ষপূর্তি উপলক্ষে থাকছে নতুন নতুন বিনোদনের আয়োজন, রঙিন থিমের সাজসজ্জা, বিশেষ খাবার ও পানীয় এবং কালেক্টিবল স্মারক সামগ্রী। উদযাপনের সম্পূর্ণ গাইড ও বিস্তারিত জানতে ডিজনিল্যান্ড রিসোর্টের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
এই বর্ণিল উদযাপন ডিজনির ঐতিহ্য আর কল্পনার সঙ্গে আনন্দের এক অনন্য মেলবন্ধন—যা উপভোগ করতে পারবেন সব বয়সের দর্শনার্থীরা।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন