৮.৪ মিলিয়ন ডলারের অবৈধ গাঁজা ও মাশরুম উদ্ধার, একজন গ্রেফতার
ছবিঃ এলএবাংলাটাইমস
অরেঞ্জ কাউন্টিতে চালানো একটি বড় মাপের ড্রাগ-বিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ৮.৪ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অবৈধ গাঁজা ও সাইকেডেলিক মাশরুম। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ওয়েস্টমিনস্টার পুলিশ বিভাগ এবং ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ক্যানাবিস কন্ট্রোল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। একটি লাইসেন্সবিহীন গাঁজা সরবরাহ পরিষেবার তদন্ত করতে গিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের খোঁজ মেলে।
অজ্ঞাত একটি লোকেশনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়:
$৮.৪ মিলিয়নের বেশি মূল্যের অবৈধ গাঁজা
৬৪৩ পাউন্ড অবৈধ সাইকেডেলিক মাশরুম (পিসিলোসাইবিন), আনুমানিক মূল্য $৪৪,০০০
৩,৮৯১ পাউন্ড অবৈধ ভ্যাপ কার্টিজ
১,৫০৫ পাউন্ড অবৈধ গাঁজার কুঁড়ি (ক্যানাবিস ফ্লাওয়ার)
৬০০ পাউন্ড গাঁজাযুক্ত খাদ্যদ্রব্য (এডিবলস)
৩৫১ পাউন্ড গাঁজার কেন্দ্রীভূত নির্যাস (কনসেন্ট্রেট)
এই ঘটনায় ৪৯ বছর বয়সী কং চাও (Kung Chau), যিনি ওয়েস্টমিনস্টারের বাসিন্দা, তাকে ২ মে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়ন্ত্রিত মাদক বিক্রির উদ্দেশ্যে দখলে রাখা এবং গাঁজা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে অরেঞ্জ কাউন্টি জেলে রয়েছেন।
ওয়েস্টমিনস্টার পুলিশ বিভাগের প্রধান ড্যারিন লেনি বলেন, “এই বড় ধরনের অভিযানে আমাদের অঙ্গীকার স্পষ্ট হয়েছে—আমরা জনগণের নিরাপত্তার প্রতি সর্বদা সজাগ। লাইসেন্সবিহীন গাঁজা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, যারা অনিয়ন্ত্রিত ও পরীক্ষাহীন সাইকেডেলিক মাশরুমের মতো পদার্থ ছড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে।”
তদন্ত এখনো চলমান থাকায়, কর্তৃপক্ষ আরও কোনো তথ্য প্রকাশ করেনি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন