২০২৬ সালে লস এঞ্জেলেসে আসছে স্পিড ক্যামেরা: গতি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের রাস্তায় খুব শিগগিরই বসানো হবে নতুন নজরদারির চোখ—স্পিড সেফটি ক্যামেরা। ২০২৬ সাল থেকে এই ক্যামেরাগুলো চালু হবে একটি রাজ্যব্যাপী পরীক্ষামূলক প্রকল্পের অংশ হিসেবে, যা ২০২৩ সালে ক্যালিফোর্নিয়া স্টেট লেজিসলেচার পাস করে এবং আইন হিসেবে অনুমোদন পায়।
ক্যামেরা আসছে ছয়টি শহরে
‘অ্যাসেম্বলি বিল ৬৪৫’ অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ছয়টি শহর—লস এঞ্জেলেস, ওকল্যান্ড, সান হোসে, লং বিচ, গ্লেনডেল এবং সান ফ্রান্সিসকো—স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে স্পিডিং চালকদের ছবি তুলে তাদের জরিমানা করার অনুমতি পেয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথম শহর হিসেবে সান ফ্রান্সিসকোতে ৩৩টি ক্যামেরা বসানো হয়। শহরের পরিবহন সংস্থার স্ট্রিটস ডিরেক্টর ভিক্টোরিয়া ওয়াইজ বলেন, “স্পিডিং হচ্ছে সান ফ্রান্সিসকোতে গুরুতর দুর্ঘটনা এবং মৃত্যুর প্রধান কারণ। এই জীবনরক্ষাকারী প্রযুক্তি আমাদের শহরে গতি কমাতে সাহায্য করবে।”
লস এঞ্জেলেসেও গতি প্রাণঘাতী
লস এঞ্জেলেসের পরিবহন বিভাগ (LADOT) জানিয়েছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত শহরের এক-পঞ্চমাংশ প্রাণঘাতী দুর্ঘটনার পেছনে ছিল অতিরিক্ত গতি। গবেষণায় দেখা গেছে, এই ‘স্পিড সেফটি সিস্টেম’ ব্যবহার করলে গুরুতর বা প্রাণঘাতী দুর্ঘটনা গড়ে ১৯% কমে এবং ১০ মাইল বা তার বেশি গতিতে যারা স্পিডিং করেন, তাদের হার ৬২% পর্যন্ত কমে আসে।
কোথায় বসবে ক্যামেরা?
সান ফ্রান্সিসকোতে ক্যামেরাগুলো স্কুল, পার্ক, সিনিয়র সেন্টার ও ব্যবসায়িক এলাকাগুলোর পাশে বসানো হয়েছে। লস এঞ্জেলেসে কোথায় ক্যামেরা বসবে, তা এখনো ঘোষণা করা হয়নি।
জরিমানার হার
গতি সীমা অতিক্রম করলে ১১–১৫ মাইল প্রতি ঘণ্টা: $৫০
১৬–২৫ মাইল প্রতি ঘণ্টা: $১০০
২৬–৯৯ মাইল প্রতি ঘণ্টা: $২০০
১০০ মাইল প্রতি ঘণ্টা বা তার বেশি: $৫০০
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন