নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ফার্টিলিটি ক্লিনিকের পাশে ভয়াবহ বিস্ফোরণ, 'সন্ত্রাসী হামলা' বলে জানিয়েছে FBI
ছবিঃ এলএবাংলাটাইমস
পাম স্প্রিংস শহরের একটি ফার্টিলিটি ক্লিনিকের পাশে ভয়াবহ বোমা বিস্ফোরণে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI জানিয়েছে, এটি একটি উদ্দেশ্যমূলক সন্ত্রাসী হামলা ছিল।
বিস্ফোরণটি স্থানীয় সময় সকাল ১১টার কিছু আগে, শহরের কেন্দ্রস্থলের এক মাইলেরও কম দূরত্বে ঘটে। আশেপাশে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে রয়েছে American Reproductive Centers (ARC)। তবে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কোনও কর্মী বা রোগী এতে ক্ষতিগ্রস্ত হননি।
সন্দেহভাজন হিসেবে ২৫ বছর বয়সী গাই এডওয়ার্ড বার্টকাসকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। CBS নিউজের বরাতে BBC জানায়, বার্টকাস ক্যালিফোর্নিয়ার টুয়েনটি-নাইন পামস এলাকার বাসিন্দা, যেখানে একটি বড় মেরিন ঘাঁটি অবস্থিত।
প্রত্যক্ষদর্শী মাইকেল বোমিয়ার জানান, বিস্ফোরণের সময় তিনি বাইকে ছিলেন এবং এর তীব্রতায় তিনি পড়ে যান। আশপাশের জানালাগুলো ভেঙে পড়ে। অন্য এক প্রত্যক্ষদর্শী, রেস্টুরেন্ট মালিক রাইনো উইলিয়ামস বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন কোনো বিমান বা হেলিকপ্টার ভেঙে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, একটি ভবনের দেয়াল উড়ে গেছে এবং পার্কিং লটে একটি গাড়ির সামনের অ্যাক্সেল জ্বলছিল।
তিনি আরও বলেন, পার্কিং লটে একটি আইফোন ট্রাইপডে বসানো অবস্থায় ছিল, যা বিস্ফোরণ ধারণ বা লাইভ সম্প্রচারের উদ্দেশ্যে স্থাপন করা হয়ে থাকতে পারে।
আরেক প্রত্যক্ষদর্শী, নিমা তাবরিজি বলেন, তিনি একটি "বড় বিস্ফোরণের শব্দ" শোনেন এবং ক্লিনিকের সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
FBI-এর লস অ্যাঞ্জেলেস শাখার প্রধান আকিল ডেভিস এক সংবাদ সম্মেলনে বলেন, "এটি একটি ইচ্ছাকৃত সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা তদন্তের মাধ্যমে নিশ্চিত করব এটি দেশীয় না আন্তর্জাতিক সন্ত্রাস।"
সূত্র জানায়, সন্দেহভাজন বার্টকাস তার লেখনী ও রেকর্ডিংয়ে জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে ও ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতির বিরোধিতা করে মত প্রকাশ করেছে। ARC ক্লিনিক IVF সহ বিভিন্ন প্রজনন সেবা দিয়ে থাকে।
বিস্ফোরণটি একটি গাড়ি-বাহিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (VBIED) থেকে সৃষ্ট হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্ফোরণের অভিঘাত এক মাইল দূর থেকেও অনুভূত হয়।
স্থানীয় পুলিশ প্রধান অ্যান্ডি মিলস বলেন, বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে কয়েকটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত।
ARC ক্লিনিক জানিয়েছে, তাদের ল্যাবসহ ডিম্বাণু ও ভ্রূণ সংরক্ষণ ইউনিট নিরাপদ রয়েছে। তবে ক্লিনিক পরিচালক ড. মাহের আবদাল্লাহ বলেন, অফিস অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। "ভাগ্য ভালো, এদিন কোনো রোগী ছিল না," বলেন তিনি।
ঘটনার পর Center for Reproductive Rights একে "অবর্ণনীয়" সন্ত্রাস বলে আখ্যা দেয়। সংস্থাটি জানায়, "প্রজনন স্বাস্থ্য কেন্দ্রগুলোর বিরুদ্ধে সহিংসতার ইতিহাস রয়েছে, তাই এসব প্রতিষ্ঠানের সুরক্ষা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।"
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে প্রজনন অধিকার নিয়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। যদিও IVF পদ্ধতি মার্কিন জনগণের মধ্যে জনপ্রিয়, তবুও কট্টরপন্থী মহলে ধর্মীয় ও নৈতিক কারণে এটির বিরোধিতা করা হয়।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, তারা ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন