নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের হাজার হাজার ডলার চুরি করেছে তিন ইউরোপীয় নাগরিক
ছবিঃ এলএবাংলাটাইমস
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নিম্ন-আয়ভুক্ত বাসিন্দাদের কাছ থেকে হাজার হাজার ডলার চুরির অভিযোগে তিনজন ইউরোপীয় নাগরিক দোষী সাব্যস্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস জানিয়েছে, চুরির এই পরিকল্পনায় এটিএম কার্ড স্কিমারব্যবহার করে জাল কার্ড তৈরি করা হয় এবং ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার (EBT) অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নেওয়া হয়।
EBT কার্ডের মাধ্যমে মানুষ CalFresh, CalWORKs, SNAP (Supplemental Nutrition Assistance Program) সহ বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচির সুবিধা গ্রহণ করে থাকেন।
দোষী সাব্যস্ত তিনজন হলেন:
ইয়োনাট কালকিউ, ৩১, রোমানিয়া
ফ্লোরিয়ান সেরবান, ৫১, রোমানিয়া
মোহামেদ হিচেম এল মাবরুক, ৩৫, ফ্রান্স
এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে তদন্ত শুরু হয় এবং প্রায় ৭০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা লস অ্যাঞ্জেলেস অঞ্চলের এটিএমগুলো নজরদারির অধীনে রাখেন।
প্রসিকিউটররা জানান,তদন্তে দেখা যায় অভিযুক্তরা যেসব EBT অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন, সেগুলোর প্রকৃত মালিকরা অর্থ তোলার অধিকারী ছিলেন না।
প্লি এগ্রিমেন্ট অনুযায়ী, কালকিউ স্বীকার করেছেন তিনি অন্তত $৩১,০০০ চুরি করেছেন।সেরবান গাড়ি চালানো ও সতর্কতা পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন। এদের দুজনের শুনানি ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, মোহামেদ হিচেম এল মাবরুক১ ফেব্রুয়ারি দিনে $২৫,৪৮০ এবং পরদিন আরও $২,৪২০ EBT অ্যাকাউন্ট থেকে তুলে নেন। তাঁর কাছে এবং এক অজ্ঞাত সহযোগীর কাছে অন্তত ৩২টি জাল EBT কার্ড পাওয়া যায়। এল মাবরুকের শুনানি ৫ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।
প্রসিকিউটররা আরও জানান, “এই প্রতারণাগুলো সাধারণত 'ক্লোন' কার্ড ব্যবহার করে করা হয় — যা দেখতে ডেবিট বা গিফট কার্ডের মতো, তবে এগুলোর চৌম্বক স্ট্রিপে প্রকৃত EBT কার্ডের তথ্য কৌশলে বসানো থাকে। অনেকে স্কিমিং ডিভাইস ব্যবহার করে ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন।”
গত ৯ মে, তিনজনই “unauthorized use of access devices”অপরাধে দোষী সাব্যস্ত হন। এটি একটি ফেলনিএবং সর্বোচ্চ ১০ বছরের ফেডারেল কারাদণ্ডহতে পারে।
তিনজনই ২ ফেব্রুয়ারি থেকে পুলিশি হেফাজতে রয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন