নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেস কাউন্টিতে চুরিকৃত ১৩ লাখ ডলারের পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৮
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টিতে চুরিকৃত ১৩ লাখ ডলারেরও বেশি মূল্যের খুচরা পণ্য উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তারকরা হয়েছে।
এই অভিযানে অংশ নেয় লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টএবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF)।
তদন্তকারীরা একাধিক গোপন স্থানে তল্লাশি চালিয়ে মোট $১,৩৫৯,২২৬মূল্যের পণ্য উদ্ধার করেন, যেগুলো কার্গো চুরির মাধ্যমেনেওয়া হয়েছিল।
অনেক চুরি করা পণ্য একটি বড় গুদামেসংরক্ষিত ছিল বলে জানানো হয়েছে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে ছিল:
২৮৮টি ইলেকট্রিক বাইক
বহু বাক্স Sony টেলিভিশন
এয়ার কন্ডিশনিং ইউনিট
L’Oreal এর বিউটি পণ্য
Kenwood স্পিকার
কফি বিনস
FlavCity ইলেক্ট্রোলাইট মিক্স
হট চকলেট
এবং আরও অনেক দামি পণ্য
তদন্তকারীদের মতে,এই চুরি শুধুমাত্র লস এঞ্জেলেস কাউন্টিতেই নয়, বরং বিভিন্ন রাজ্য জুড়েও ঘটেছে।
গ্রেপ্তারকৃতদের নাম এখনও প্রকাশ করা হয়নি, কারণ মামলাটি এখনো তদন্তাধীন।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন