নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ফন্টানায় গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িতে আগুন; ১ জন নিহত, আহত ৪
ছবিঃ এলএবাংলাটাইমস
সোমবার ভোরে ক্যালিফোর্নিয়ার ফন্টানায় একটি গাড়ি গাছের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এতে এক জন নিহত ও চার জন আহত হয়েছেন বলে জানিয়েছে সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট।
ঘটনাটি ঘটে ভোর ২:২৫ মিনিটে অ্যারো বুলেভার্ড ও সিয়েরা অ্যাভিনিউ সংলগ্ন এলাকায়। ফায়ার টিম ঘটনাস্থলে পৌঁছে সড়কের মিডিয়ানে একটি বিধ্বস্ত সাদা রঙের সাবারু গাড়ি দেখতে পায়।
দুর্ঘটনার পর গাড়িটিতে আগুন ধরে যায়, তবে দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ১২ মিনিটের চেষ্টায় হাইড্রোলিক এক্সট্রিকেশন টুল ব্যবহার করে গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন তারা।
ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, “মোট চারজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এর মধ্যে তিনজনকে আঞ্চলিক ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। পঞ্চম যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।”
আহত বা নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কেও কিছু জানা যায়নি।
দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো প্রকাশ করা হয়নি। তদন্তের দায়িত্ব নিয়েছে ফন্টানা পুলিশ ডিপার্টমেন্ট।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন