সান বার্নার্ডিনো কাউন্টিতে গুলিতে নিহত এক পুরুষ ও এক নারী, গ্রেফতার ১
ছবিঃ এলএবাংলাটাইমস
সান বার্নার্ডিনো কাউন্টির হেস্পেরিয়ায় এক গুলির ঘটনায় এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
সান বার্নার্ডিনো শেরিফ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ মে সন্ধ্যা ৭টার ঠিক আগে এই ঘটনা ঘটে। পুলিশ হেস্পেরিয়ার ম্যাড্রোন স্ট্রিটের ১৮৮০০ ব্লকে পৌঁছে ৬০ বছর বয়সী এক পুরুষ এবং ৫৯ বছর বয়সী এক নারীকে বাড়ির ড্রাইভওয়েতে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।
পুরুষ ভিকটিম, যার নাম কার্লোস গনজালেস বলে শনাক্ত করা হয়েছে, ঘটনাস্থলেই মারা যান। নারী ভিকটিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার তদন্তে পুলিশ হেস্পেরিয়ার বাসিন্দা ক্রিশ্চিয়ান আর্মস্ট্রংকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। পরে ভিক্টর ভ্যালি স্টেশনের ডেপুটিরা অ্যাপল ভ্যালিতে তাকে খুঁজে বের করে গ্রেফতার করে।
এই মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে সান বার্নার্ডিনো শেরিফ বিভাগের স্পেশালাইজড ইনভেস্টিগেশন ডিভিশনের হোমিসাইড ইউনিট।
তদন্তকারীরা এখনও এই হত্যাকাণ্ডের সম্ভাব্য কোনো উদ্দেশ্য বা নিহতদের সঙ্গে অভিযুক্তের সম্পর্ক সম্পর্কে কিছু জানাননি। নিহত নারীটির পরিচয় তার পরিবারের সদস্যদের অবহিত করার পর প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন