নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেস ডাউনটাউনে ব্যবসা প্রতিষ্ঠান ও মেট্রো ট্রেনে ভাঙচুর
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস পুলিশের বরাতে জানা গেছে, ডাউনটাউনে গত রাতে এক বিশাল গোষ্ঠী ব্যবসা প্রতিষ্ঠান, মেট্রো ট্রেন ও একটি পুলিশ গাড়িতে ভাঙচুর চালিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি মধ্যরাতের পরে ঘটে যখন লস এঞ্জেলেস পুলিশ বিভাগ একটি "বড় গোষ্ঠীর বিশৃঙ্খলার" খবর পায়, যা ছিল ট্রিনিটি স্ট্রিট ও ই ওয়াশিংটন বুলেভার্ড এলাকায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ একটি অনুমোদনবিহীন ছাদে অনুষ্ঠিত একটি অনুষ্ঠান ঘিরে সমবেত হয়েছিল, যেখানে মনে হচ্ছে একটি পরিত্যক্ত ভবন ব্যবহার করা হচ্ছিল।
আইওয়াটনেস নিউজের ভিডিওতে দেখা গেছে, পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়।
পুলিশ জানায়, বারবার সতর্ক করার পরেও জনতা স্খলিত হয়নি, ফলে পুলিশ রাবার বুলেট ছুঁড়তে বাধ্য হয়। এছাড়া পুলিশের রিপোর্টে আছে অবৈধ আতশবাজি, মাদক সেবন ও জনসমক্ষে মদ্যপান।
মেট্রো কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫০ জন ব্যক্তি ওয়াশিংটন বুলেভার্ড ও ম্যাপল স্ট্রিটের মোড়ে দুটি ‘এ লাইন’ ট্রেনের উত্তর ও দক্ষিণমুখী রেলপথ অবরোধ করে।
মেট্রো বিবৃতিতে জানায়, “অনধিকার প্রবেশকারীরা দুই ট্রেনেই স্প্রে পেইন্ট করার পাশাপাশি দক্ষিণমুখী ট্রেনের ভেতরে প্রবেশ করে ট্রেনের অভ্যন্তরেও পেইন্ট করে।”
মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ট্রেন চালক বা যাত্রী আহত হননি, তবে পরিষেবা প্রায় ২০ মিনিট বিলম্বিত হয়েছিল।
অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর জনতা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় কোনো আঘাতের খবর পাওয়া যায়নি এবং এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন