ব্রডওয়ে-ম্যানচেস্টার এলাকায় সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পালাল গাড়িচালক
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসের ব্রডওয়ে-ম্যানচেস্টার এলাকায় এক সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায় এক গাড়িচালক। রোববার রাত ১১টার কিছু পরে, ইস্ট সেঞ্চুরি বুলেভার্ড ও সান পেদ্রো স্ট্রিট সংলগ্ন এলাকায় এই হিট অ্যান্ড রান দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর একটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত সাইকেল এবং ৩০-এর কোঠায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে।
তদন্তকারীদের ধারণা, ওই ব্যক্তি সেঞ্চুরি বুলেভার্ড ধরে পশ্চিমমুখী যাচ্ছিলেন, তখন পিছন দিক থেকে একই দিকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গাড়িচালক থেমে সাহায্য না করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুলিশ এখনও গাড়ি বা চালকের কোনো বর্ণনা দিতে পারেনি। হিট অ্যান্ড রান মামলাটি তদন্তাধীন রয়েছে।
এলএবাংলাটাইমস/এজেড
শেয়ার করুন