নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
লস এঞ্জেলেসে সহিংস বিক্ষোভে পুলিশের ওপর মলোটভ ও আতশবাজি হামলা
ছবিঃ এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস পুলিশপ্রধান জিম ম্যাকডনেল রোববার রাতে এক প্রেস কনফারেন্সে জানান, আইসিই-বিরোধী বিক্ষোভকারীদের সহিংস হামলায় পুলিশ কর্মকর্তারা গুরুতর ঝুঁকিতে পড়েছেন। তিনি বলেন, “লোকজন পুলিশের ওপর যেসব বস্তু ছুঁড়ছে—তা মেরে ফেলতে পারে।”
শনিবার থেকে শুরু হওয়া বিক্ষোভে এলএপিডি অন্তত ৩৯ জনকে এবং ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল রবিবার আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে কয়েকজন ১০১ ফ্রিওয়েতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল।
একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দিকে মলোটভ ককটেল ছোড়ার অভিযোগে, এবং আরেকজন মোটরসাইকেল চালককে ধরা হয়েছে পুলিশের ঘেরাও ভেঙে ঢুকে পড়ার জন্য।
পুলিশ জানিয়েছে, কিছু বিক্ষোভকারী ওভারপাস থেকে পুলিশ গাড়ির ওপর ইচ্ছাকৃতভাবে পাথর, স্কুটার এবং অন্যান্য বস্তু ছুঁড়েছে। কয়েকটি প্যাট্রোল গাড়িতে আগুন লাগানোরও চেষ্টা চালানো হয়। এমনকি কেউ কেউ পুলিশ সদস্যদের লক্ষ্য করে উচ্চক্ষমতাসম্পন্ন “কমার্শিয়াল গ্রেড” আতশবাজি ছুঁড়েছে।
পুলিশপ্রধান ম্যাকডনেল বলেন, “আমরা আমাদের কৌশল বদলেছি যাতে অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা যায় এবং তাদের জবাবদিহির আওতায় আনা যায়।”
তিনি জানান, পুলিশের হাতে ধরা পড়া কয়েকজন কৌশলে সিমেন্ট ব্লক ভেঙে ব্যাগে ভরে তা একে-অন্যের মাঝে বিতরণ করছিল—পুলিশ ও গাড়ির দিকে ছুঁড়ে মারার জন্য।
ন্যাশনাল গার্ডের সঙ্গে বর্তমান যোগাযোগ সীমিত হলেও, ম্যাকডনেল বলেন পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাদের প্রয়োজন হতে পারে। “আমরা জানি না তারা ঠিক কী করতে পারে, তবে আজকের পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে যে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”
তিনি আরও বলেন, “আমরা আগে অন্যান্য সংস্থা থেকে সাহায্য চেয়ে পরে গার্ড মোতায়েনের দিকে যেতাম। আমাদের এখানে চমৎকার, দক্ষ পুলিশ সদস্য আছে। তবে বিষয়টি এখন খুবই জটিল।”
ম্যাকডনেল পুনরায় স্পষ্ট করে দেন, এলএপিডি কোনোভাবে ফেডারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্টে অংশ নেয় না এবং ১৯৭৯ সাল থেকে এটি তাদের নীতির অংশ। “আমাদের দরকার মানুষ যেন নির্ভয়ে এলএপিডির সাহায্য চাইতে পারে বা অপরাধের সাক্ষ্য দিতে পারে। তা না হলে পুরো বিচারিক ব্যবস্থা ভেঙে পড়ে।”
তিনি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ধন্যবাদও জানান এবং বলেন, যারা সহিংসতা চালাচ্ছে, তারা দিনের বিক্ষোভকারীদের অংশ নয়। “এরা পরিকল্পিতভাবে এক বিক্ষোভ থেকে আরেক বিক্ষোভে সহিংসতা ছড়াতে আসে এবং একে অপরের সঙ্গে যুক্ত।”
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন