পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ফেরালেন বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রাক্তন কান্ট্রি ডিরেক্টর
ট্রাম্প–নিউজম দ্বন্দ্বে গভর্নর নিউজম ফের শুরু করলেন ‘প্রতিরোধ’ ভাষণ
ছবিঃ এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ফের ‘ট্রাম্প-বিরোধী প্রতিরোধ’ শিবিরের মুখ হয়ে উঠেছেন, যখন লস এঞ্জেলেসে ট্রাম্প প্রশাসনের অভিবাসন-নিয়ে অভিযানের বিরুদ্ধে চলছে বিক্ষোভ এবং কারফিউ বলবৎ। মঙ্গলবার গভর্নর নিউজম ঘোষনা দেন, “গণতন্ত্র আমাদের চোখের সামনে আক্রান্ত হচ্ছে,” এবং বলেন, “আমরা ভয়ের সেই মুহূর্তে পৌঁছে গেছি” ।
২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণ দেখাচ্ছিল পরিস্থিতি, কিন্তু জুনে শুরু হওয়া অভিবাসন অভিযানের ফলে লস এঞ্জেলেসে কলুন আর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট এলাকার বিক্ষোভ ঠেকাতে কারফিউ ও জাতীয় গার্ড মোতায়েন করেন। এপ্রিলের শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প সেলমা-মন্টগোমেরি সভ্য অধিবেশনের পর থেকে প্রথমবার মালিকানা ছাড়াই জাতীয় গার্ড মোতায়েন করেন, যা গভর্নর নিউজম চিকেদনীয় ও অবৈধ বলেও মন্তব্য করেন ।
নিউজম অস্বীকার করেন যে এই সেনা মোতায়েন ছিল শান্তি রক্ষাই উদ্দেশ্য—তার বদলে তিনি আক্রমণাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রধান বলেই অভিহিত করেন। তিনি বলেন, “ট্রাম্প ইচ্ছাকৃতভাবে আগুন ছড়িয়ে দিচ্ছে”, “এই ক্ষমতা লঙ্ঘন এক ভয়ানক সংকেত” । তিনি স্পষ্ট মন্তব্য করেন যে, এটি শুধু লস এঞ্জেলেস নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।
এর ইঙ্গিতেই গভর্নর নিউজম প্রধানত একটি কোর্ট মামলা সংস্থাপন করেছেন, যেখানে ট্রাম্প প্রশাসনের জাতীয় গার্ড মোতায়েন, অগ্রগামী প্রচুর ক্ষমতা প্রয়োগ এবং সেগুলো ক্যালিফোর্নিয়ার আইনি অধিকার লঙ্ঘন করেছে দাবি করে । তিনি বলেন, “ক্যালিফোর্নিয়া নিজেদের নিরাপত্তা নিজেদের হাতে রাখতে পারে”, “ফেডারেল সরকার আমাদের আইন অমান্য করছে” ।
একে ক্রমেই রাজনৈতিক কৌশলে ব্যবহার করছেন নেওয়া—গভর্নর নিউজম নিজের বক্তব্যে বলেন, প্রথমে তিনি ট্রাম্পের সাথে 'আংশিক সমঝোতা' বজায় রেখেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গেছে যে এখন আর সেক্ষেত্রে ভরসা নেই । তাঁর অভিযোগ, “ট্রাম্পের জাতীয় গার্ড মোতায়েন এক ধাপ ছিল নির্বাচনী রাজনীতির নাটক”। এমনকি তিনি ট্রাম্পকে ‘ডিক্টেটর’ বলেও কটাক্ষ করেছেন ।
সংঘাত উভয় পক্ষের জনমতকে তীক্ষ্ণ সীমা রেখেছে: অনেকে গভর্নরে সমর্থন জানাচ্ছেন গণতান্ত্রিক মূল্য ও অভিবাসীদের অধিকার রক্ষার জন্য, আর কেউ কেউ এই এনরচমেন্টকে সরকারের কর্তব্য বলছেন। প্রেক্ষিতে বিচার ও আইন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচিত হচ্ছে। তবে ভোটরদের দৃষ্টিতে গভর্নর নিউজমের এই ‘রেসিস্ট্যান্স’ পথচলা তাঁকে জাতীয় রাজনীতির আরো দ্রুত কেন্দ্রে নিয়ে এসেছে। এটি তাঁর ২০২৮ সালের প্রেসিডেন্ট প্রার্থীতা ও জাতীয় নেতৃত্বের পথ প্রলম্বিত করে তুলছে ।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন