হাসিয়েন্ডা হাইটসে ৩০ লাখ ডলারের অবৈধ গাঁজা চাষ ধ্বংস
ছবিঃ এলএবাংলাটাইমস
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের ডেপুটিরা হাসিয়েন্ডা হাইটস এলাকায় একটি অবৈধ গাঁজা চাষের আস্তানা ধ্বংস করেছে, যার বাজার মূল্য ছিল প্রায় ৩০ লাখ মার্কিন ডলার। বুধবার (স্থানীয় সময়) পরিচালিত এই অভিযানে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
শেরিফ বিভাগের ইন্ডাস্ট্রি স্টেশনের স্পেশাল অ্যাসাইনমেন্ট টিম একটি তল্লাশি পরোয়ানা নিয়ে অভিযানে যায় এবং দেখতে পায়, অভিযুক্ত বাড়ির বৈদ্যুতিক মিটার এবং সংযোগ প্যানেল অবৈধভাবে বাইপাস করে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি করা হচ্ছিল।
সদস্যরা জানান, এতে করে গত কয়েক বছরে প্রায় ৫ লাখ ডলারের বিদ্যুৎ চুরি হয়েছে।
সদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন (SCE) জানায়, বাড়িটি প্রতি মাসে প্রায় ১৮ হাজার ডলারের বিদ্যুৎ ব্যবহার করছিল।
শেরিফ বিভাগের ইন্ডাস্ট্রি স্টেশনের ক্যাপ্টেন গ্লেন এমেরি বলেন, 'আজকের এই অভিযান একটি স্পষ্ট বার্তা দেয় যে, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে অপরাধমূলক কার্যকলাপ বরদাশত করা হবে না। আমাদের কমিউনিটির মানুষের নিরাপদে ও শান্তিতে বসবাসের অধিকার আছে।”
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৈদ্যুতিক সংযোগ চুরি শুধুই বেআইনি নয়, বরং এটি আশপাশের এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি সৃষ্টি করে এবং বসবাসকারী ও উদ্ধারকর্মীদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অবৈধ গাঁজা চাষ পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে এবং আরও অপরাধমূলক কর্মকাণ্ড আকৃষ্ট করতে পারে।
এলএ কাউন্টি সুপারভাইজার হিলডা এল. সোলিস, যিনি ফার্স্ট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন এবং চেয়ার প্রো টেম হিসেবে দায়িত্বে আছেন, বলেন, “আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ইন্ডাস্ট্রি স্টেশনের সেই ডেপুটিদের, যারা আনইনকরপোরেটেড এরিয়া টাস্ক ফোর্সে যুক্ত আছেন। আমি গর্বের সঙ্গে এই টাস্ক ফোর্সের জন্য এবছরের বাজেটে $৫২৫,০০০ ডলার বরাদ্দ দিয়েছি।”
তিনি আরও বলেন, সদার্ন ক্যালিফোর্নিয়া এডিসনের সঙ্গে সমন্বয় করে কাজ করাই ছিল এই অবৈধ গাঁজা চাষ শনাক্ত ও বন্ধের অন্যতম চাবিকাঠি। বিদ্যুতের অস্বাভাবিক ব্যবহার থেকেই বাড়িটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত বাড়িটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
এই অভিযান লস অ্যাঞ্জেলেস কাউন্টির অনানুষ্ঠানিক (unincorporated) এলাকাগুলিতে অবৈধ গাঁজা চাষ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ বলে জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন